টর্নাডো শেষে টরন্টোর শান্ত সন্ধ্যায় তাসনিম হোসেনের “দি পার্ল নেকলেস” কবিতার বই-এর মোড়ক উম্মোচন করলেন কানাডাস্থ বাংলাদেশের হাই কমিশনার ডঃ খলিলুর রহমান ডানফোর্থের বিসিএসসির মিলনায়তনে। টরন্টো ও অটোয়া থেকে লেখক ও বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চারদিকে বিরাজমান অস্থির অবস্থায়, কবিতা সবার জন্য স্বস্তির বাণী- এই মন্তব্য দিয়ে হাই কমিশনার ডঃ খলিলুর রহমান বক্তব্য শুরু করেন। তিনি বলেন, তাসনিম হোসেনের কবিতায় মানবিক মূল্যবোধ ও জীবনের ইতিবাচক দিকগুলো বিশেষভাবে উচ্চারিত। অনুষ্ঠান শুরু হয় দি পার্ল নেকলেস বই থেকে লেখক রাজা আলীর দি রিটায়ারমেন্ট কবিতা আবৃতির মাধ্যমে। রাজা আলী, তাসনিম হোসেনের সাহিত্য কর্মের উপর বিশ্লেষণ ধর্মী আলোচনা করেন। ডলি বেগম, প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার বইয়ের মোড়ক উম্মোচন উপলক্ষে শুভেচ্ছা বাণী ও সম্মাননা স্ক্রল পাঠান। জ্যাক সিমন্স তাসনিম হোসেনের কবিতার ভূঁয়সি প্রশংসা করেন এবং ডলি বেগমের পক্ষ থেকে তাসনিম হোসেনকে সম্মাননা স্ক্রল হস্তান্তর করেন।

এর পর তাসনিম হোসেনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন আইপিএস নর্থ আমেরিকার ডিরেক্টর জেনারেল ফারহান হক রহমান। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি বর্ণনা করতে গিয়ে, জীবনে কবিতার ভ‚মিকা নিয়ে তিনি আলোচনা করেন। শার্লিন মনজুর “দি পার্ল নেকলেস” বই থেকে এগনি কবিতাটি পাঠ করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে মোড়ক উম্মোচনের জন্য আহবান জানান। প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথিবৃন্দ উম্মোচিত বই “দি পার্ল নেকলেস” সবাইকে প্রদর্শন করেন। তাসনিম হোসেন সমাপনী বক্তব্যে তাঁর পরিবারের সদস্যদের, পাঠকদের ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তাসনিম হোসেন একাধারে ইংরেজি, বাংলা ও উর্দু ভাষায় কবিতা লিখে থাকেন। এ ছাড়াও বিভিন্ন পত্রিকায় তিনি নিয়মিত ওপেড কলাম লিখে থাকেন। তাসনিম হোসেন একজন প্রফেসনাল কর্পোরেট ট্রেইনার। প্রেস রিলিজ