অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী বা আরও সাশ্রয়ী করে তোলে না। রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।
পোস্টে ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘মাদুরো একজন নিষ্ঠুর, অবৈধ স্বৈরশাসক, এই সত্যটি পরিবর্তন করে না যে, এই পদক্ষেপটি বেআইনি এবং অযৌক্তিক ছিল। আমরা এই সিনেমাটি আগেও দেখেছি। শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য যুদ্ধ অথবা তেল যা শক্তি হিসেবে বিক্রি হয়। কিন্তু বিশৃঙ্খলায় পরিণত হয়, এবং আমেরিকান পরিবারগুলিকে এর মূল্য দিতে হয়। আমেরিকান জনগণ এটি চায় না, এবং তারা মিথ্যা বলতে বলতে ক্লান্ত।’
কমালা হ্যারিস লিখেছেন, ‘এটা মাদক বা গণতন্ত্র সম্পর্কে নয়। এটা তেল এবং ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শক্তিশালী ব্যক্তিত্বের ভূমিকা পালনের আকাঙ্ক্ষা সম্পর্কে। যদি তিনি উভয়েরই চিন্তা করতেন, তাহলে তিনি একজন দোষী সাব্যস্ত মাদক পাচারকারীকে ক্ষমা করতেন না বা মাদুরোর বন্ধুদের সঙ্গে চুক্তি করার সময় ভেনেজুয়েলার বৈধ বিরোধীদের পাশে রাখতেন না।’
ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘রাষ্ট্রপতি (ট্রাম্প) সেনাবাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলছেন, কোটি কোটি টাকা ব্যয় করছেন, একটি অঞ্চলকে অস্থিতিশীল করছেন এবং কোনো আইনি কর্তৃত্ব, কোনো প্রস্থান পরিকল্পনা এবং দেশে কোনো সুবিধা দিচ্ছেন না।’
তিনি আরও লিখেছেন, ‘আমেরিকার এমন নেতৃত্বের প্রয়োজন যার অগ্রাধিকার হল কর্মজীবী পরিবারের জন্য খরচ কমানো, আইনের শাসন প্রয়োগ করা, জোট শক্তিশালী করা; এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমেরিকান জনগণকে প্রথমে রাখা।’
