অনলাইন ডেস্ক : করোনা মহামারির বিস্তারের মধ্যেই ফেডারেল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডার প্রধান রাজনৈতিক দল লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি ও নিউ ডেমোক্রেটিক পার্টি। চলতি বছরেই কানাডায় ওই নির্বাচন হওয়ার কথা। একটি সার্থক ও কার্যকর নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ, প্রার্থী বাছাই আর ভোটারদের কাছে পৌঁছানোর কাজ শুরু করেছে এই ৩ রাজনৈতিক দল। যদিও করোনা মহামারির কারণে নানান বিধিনিষেধ মোকাবেলা করে তাদের অগ্রসর হতে হচ্ছে, তবুও তারা থেমে নেই।
কনজারভেটিভরা বলছে তারা গত মাসে ৮.৫ মিলিয়ন ডলার নির্বাচনি তহবিল সংগ্রহ করেছে, যা একটি রেকর্ড। তাদের এই অর্জন একই সময়ে অন্য প্রধান ২ প্রতিদ্বন্দ্বী দলের অর্জনের প্রায় দ্বিগুণ। বিপুল তহবিল সংগ্রহ ছাড়া দলটি এ পর্যন্ত ১৯৭ জন প্রার্থী বাছাই করেছে। এছাড়া দলের পক্ষে প্রচারণা চালানোর জন্য তারা অটোয়ার ওয়েস্টিন হোটেলে একটি কেন্দ্র স্থাপন করেছে। দলের যোগাযোগ বিষয়ক পরিচালক কোরি হান ওই কেন্দ্রের নাম দিয়েছেন, ‘স্টে অব দি আর্ট ব্রেডকাস্ট স্টুডিও’। বিলাসবহুল ওয়েস্টিন হোটেলের বলরুমে স্থাপিত ওই প্রচার কেন্দ্রটি লাইট, ক্যামেরা ও বিশাল আকৃতির টিভি স্কিন দিয়ে সাজানো হয়েছে। এখান থেকে প্রতিনিয়ত সারাদেশে নেতাদের সাথে জুম মিটিং, ওয়েবিনার এবং সংবাদ সম্মেলন করা হচ্ছে।
এদিকে নিউ ডেমোক্রেটরাও প্রস্তুতি ও প্রচারভিযানে পিছিয়ে নেই। প্রচারণা কমিটির প্রধান জেনিফার হাওয়ার্ড তার কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। করোনাকালে নির্বাচনী প্রচারণার ধরণ নিয়ে তারা যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন। এছাড়া ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে প্রচারণা চালাতে গত মাসে ‘ভার্চুয়াল ক্যাম্পেইন অফিস’ নামে একটি গ্রুপ তৈরি করেছে। তারা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে। দলের নেতারা বলছেন, করোনা পরিস্থিতির কারণে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া সম্ভব নয়, তাই ডিজিটাল পদ্ধতিতে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। প্রচারভিযানের পাশাপাশি দলটি প্রার্থী মনোনয়নের কাজও এগিয়ে নিচ্ছে। দলের এক বিবৃতিতে জানানো হয়েছে তারা ইতিমধ্যে ৬৫ জনকে বাছাই করেছেন এবং জুনের মধ্যে আরো ৩৩ জন প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।
লিবারেলরা তাদের নির্বাচনী প্রস্তুতি হিসেবে প্রচারণার পাশাপাশি ১৬২ জন প্রার্থী চূড়ান্ত করেছে। এদের মধ্যে ১২৯ জনই বর্তমান এমপি। তবে সাবেক ক্যাবিনেট মিনিস্টার নবদীপ ব্রেইনসহ চারজন প্রভাবশালী এমপি জানিয়েছেন প্রার্থী তালিকায় তাদের নাম থাকলেও তারা এবারের নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। তারা তাদের ইচ্ছার কথা দলকে জানিয়ে দিয়েছেন।
করোনা শুরুতে টিকা কেলেংকারির জন্য দলের সুনাম কিছুটা ক্ষুন্ন হলেও লিবারেলরা আশা করছে গত নির্বাচনের মতো ভোটাররা এবারও তাদের নির্বাচিত করবেন। গত মাসে দলটি তাদের জাতীয় কনভেনশন সম্পন্ন করেছে। দলের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ওই সমাবেশে প্রায় ৪ হাজার কর্মী অংশ নিয়েছিলেন, যার অর্ধেকই ছিল নবাগত যারা ১ম বার এধনের সমাবেশে অংশ নিল। কনভেনশনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সবাইকে নির্বাচনী প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।
এই প্রধান ৩ দলের বাইরে গ্রিণ পার্টিও তাদের প্রার্থী বাছাই শুরু করেছে। তারা বর্তমান ৩ জন এমপিসহ ৫ জন প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছে। এছাড়া ২০০ আবেদন থেকে বাছাই করে শিগগিরই আরো ২০ জনকে চূড়ান্ত করা হবে বলে দলের পক্ষে জানানো হয়েছে। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস