অনলাইন ডেস্ক : ইয়েমেনে হুতি বিদ্রোহীদের তেল ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এবং তাদের তিনটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৮ এপ্রিল) এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। খবর রয়টার্স
মার্কিন ট্রেজারি দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত রাস ঈসা বন্দর ব্যবহার করে মার্শাল দ্বীপপুঞ্জের নিবন্ধিত জাস শিপিং এন্ড ট্রেডিং কোম্পানি ও গ্রেট সাকসেক শিপিং কোম্পানি এবং মরিশাসের নিবন্ধিত বাগসাক শিপিং কোম্পানি ও কার্গো জাহাজ তেল ও গ্যাস সরবরাহ করায় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগে উপসচিব মাইকেল ফককেন্ডার বলেন, ‘হুতিরা মধ্যপ্রাচ্যে যে ঝুঁকিপূর্ণ ও অশান্তিমূলক হামলা চালাচ্ছে, তাতে বাধা দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আজকের নিষেধাজ্ঞা সেই প্রতিশ্রুতিরই অংশ।’
এই নিষেধাজ্ঞা এমন এক সময় ঘোষণা করা হলো, যখন হুতি নিয়ন্ত্রিত টেলিভিশনে বলা হয়, যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ৮৬ জন নিহত হয়েছে। যারা আফ্রিকান অভিবাসী।
মার্কিন সরকার গত মার্চে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। তাদের অভিযোগ, হুতিরা মধ্যপ্রাচ্যে আমেরিকানদের নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া মার্কিন মিত্র দেশগুলোর সমুদ্রপথে বাণিজ্যেও সমস্যা সৃষ্টি করছে হুতিরা।
ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হুতিরা ২০২৩ সাল থেকে লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে এমন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে।
২০১৪ সালে ইয়েমেনের সরকার পতনের পর দেশটির অধিকাংশ এলাকা দখলে নেয় হুতিরা। এমনকি রাজধানী সানাও তাদের দখলে রয়েছে।