বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
তিনি বলেন, ‘দিদির (মমতা) কোনো বিকল্প নেই। অনেক দিন ধরেই মমতাকে পছন্দ করি। যদি কোনো দিন রাজনীতিতে আসতাম, তাহলে দিদির দলেই যোগ দিতাম।’

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন শুভশ্রীর স্বামী জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী।

বুধবার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এদিন মমতাকে নিয়ে শুভশ্রীর এক মন্তব্য নিয়ে জল্পনা চলছে যে, রাজের পর কি শুভশ্রীও রাজনীতিতে আসছেন?- সাংবাদিকদের প্রশ্নের জবাবের উপরের কথাগুলো বলেন শুভশ্রী।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার ব্যারাকপুরে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রীও। খড়দার শ্যামমন্দিরে দুজনে একসঙ্গে পূজা দেন।

তারপর টিটাগড়ের টাটা গেট থেকে ব্যারাকপুর মহকুমা শাসকের দফতর পর্যন্ত দলীয় কর্মীদের সঙ্গে হেঁটে যান তারা। সেই ছবি রাজ চক্রবর্তী নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।