Home আন্তর্জাতিক প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি নিজেই এক টুইটে একথা জানিয়েছেন।

প্রণব মুখার্জি আজ সোমবার এক টুইটার পোস্টে জানান, অন্য একটি চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান, তখন পরীক্ষায় তার করোনাভাইরাস টেস্ট পজিটিভ আসে। গত এক সপ্তাহে যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে আলাদা থাকার এবং করোনাভাইরাস টেস্ট করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রণব মুখার্জি ২০১২ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বহুবছর কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন।

প্রণব মুখার্জির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Exit mobile version