Home বিনোদন প্রিয়াঙ্কার বিষাদময় কেনিয়া সফর

প্রিয়াঙ্কার বিষাদময় কেনিয়া সফর

বিনোদন ডেস্ক : কেনিয়া সফর এত বিষাদময় হয়ে উঠবে, তা হয়তো কল্পনায়ও ভাবেননি প্রিয়াঙ্কা চোপড়া। এই বলিউড অভিনেত্রী অনেক দিন ধরে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। এরই সূত্রে ইউক্রেনের পর এবার সফরে গিয়েছিলেন খরাকবলিত কেনিয়ায়। কিন্তু সেখানে গিয়ে তিনি যে বাস্তবতার মুখোমুখি হয়েছেন, তা নিদারুণভাবে মনে আঁচড় কেটেছে প্রিয়াঙ্কার।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কেনিয়ায় পৌঁছে প্রিয়াঙ্কা দেখা করেছেন স্থানীয় লোকজনের সঙ্গে। সেই সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি খুব অস্থির। আমার মস্তিস্ক ঠিকঠাক কাজ করছে না। কেনিয়াতে পা দেওয়ার পর থেকেই মন খুব বিষাদে ছেয়ে আছে। চারদিকে যে হাহাকার দেখছি, তা সত্যিই সহ্য করা যায় না। তবুও এই সফর শেষ করতেই হবে।’

প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ‘শিশুরা খিদের জ্বালায় মরতে বসেছে। চারদিক যেন মৃত্যুর মিছিল। পানি নেই, খাবার নেই। চোখের সামনে দেখছি খিদের জ্বালায় মুমূর্ষুপ্রায় শিশুরা ছটফট করছে- এই দৃশ্য সহ্য খুবই কঠিন। আমিও মা, তাই এমন দৃশ্য কখনও কল্পনাও করতে পারি না। প্রকৃতি এভাবেই যেন প্রতিশোধ নিচ্ছে। তবে জীবনের আরেক নাম আশা। তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আর এমন মর্মান্তিক দৃশ্য চোখে পড়বে না।’

 

Exit mobile version