অনলাইন ডেস্ক : জেকসি লি নামে অটোয়ার এক মহিলা ফ্রিডম কনভয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘মানসিক যন্ত্রণা ও অশান্তি সৃষ্টির’ অভিযোগে ৯.৮ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন। গত সপ্তাহে অন্টারিও সুপিরিয়র কোর্টে দায়ের করা ওই মামলায় শারিরীক ও মানসিক যন্ত্রণা, ঘুমের ব্যাঘাত, মাথা ব্যাথা, কাজে মনোনিবেশ করতে অসুবিধা ও বাড়ির শান্ত পরিবেশ নষ্টের অভিযোগ আনা হয়।
এতে বলা হয়, বিক্ষোভকারীদের অবিরাম হৈচৈ আর ট্রাকের হর্নের শব্দে সৃষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে তাদের দিন কাটছে। মামলায় ফ্রিডম কনভয় বা স্বাধীনতা, কাফেলার সংগঠক ও আয়োজক হিসেবে বেঞ্জামিন, ডিখটার, তামারা লিচ, ক্রিস বারবার ও প্যাট্রিক কিংকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া আরো ৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে যাদের ট্রাক ওই এলাকায় পার্ক করা রয়েছে এবং সেগুলো থেকে অবিরাম হর্ন বাজানো হচ্ছে। মামলার বিবরণে বলা হয়, ওই সব ট্রাক মালিকের বিস্তারিত পরিচয় না পাওয়ায় তাদের ‘অজ্ঞাতনামা’ হিসেবে আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় বেশ কিছুদিন ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রাজধানী অটোয়াসহ বেশ কয়েকটি শহরের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। তারা অটোয়া পার্লামেন্টের বাইরেও অবস্থান নিয়েছে এবং অকথ্য ভাষায় সরকারের সমালোচনা করছে। এমন পরিস্থিতিতে সরকারও কঠোর অবস্থান নিয়েছে। জেকসি লি তার মামলার আবেদনে অভিযোগ করেন, ট্রাকগুলো থেকে ১২-১৬ ঘন্টা একটানা হর্ন বাজানো হচ্ছে।
অটোয়া শহরের কেন্দ্রস্থলে এমন একটি পরিস্থিতি সৃষ্টির ফলে আশপাশের বাসিন্দারা ঘুমাতে পারছেন না। তারা তাদের কাজে মনোযোগ দিতে পারছেন না। তারা তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। বিষয়টির প্রতিকার চেয়ে তারা পুলিশের সাথে যোগাযোগ করলেও কোন ফল হয়নি। তাই তিনি মামলা করতে বাধ্য হয়েছেন। সূত্র : দ্য স্টার