Home কানাডা খবর বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালন করলো বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা

বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালন করলো বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা

সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা।

ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক অনুপ সেনগুপ্তের পরিকল্পনা ও সঞ্চালনায় গত ১৭ই মার্চ বুধবার রাত ৮.০০ ঘটিকা হতে ভার্চুয়াল অনুষ্ঠানমালার আয়োজন শুরু হয়। আলোচনা, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে রাত ১০.৩০টা পর্যন্ত চলে ভার্চুয়াল অনুষ্ঠানমালা।
আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশন কানাডার সম্মানিত হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান।

আলোচনায় আরো অংশগ্রহণ করেন প্রকৌশলী ও গবেষক ডক্টর মোজাম্মেল খান, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির. ব্যারিষ্টার সালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা ছাত্রলীগ নেতা (ঢা: বি) লন্ডন, ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য কবি ও উপস্থাপিকা মুনিরা সুলতানা মিলি, ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক কবি ও লেখক সুহেল আহমদ। গানে গানে উক্ত অনুষ্ঠানকে সকলের

উপভোগ্য করে তোলেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য সংগীত শিল্পী মৈত্রেয়ী দেবী, মুক্তাপাল এবং এ. কে. এম. শরীফ। তাছাড়া বাংলাদেশ হতে সংযুক্ত হয়ে বাউল গান পরিবেশন করেন সাগর বাউল। নৃত্য পরিবেশন করেন তাপস দেব ও চিত্রা দাস।

Exit mobile version