সুহেল ইবনে ইসহাক, টরন্টো : বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা গত ১ ডিসেম্বর রোববার বিকেল ৫.৩০ ঘটিকার সময় ৩০৯৮ ডেনফোর্থ এভিনিউয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া এই সভায় ফাউন্ডেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির উপস্থিত সকল সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবে। এ উপলক্ষে একটি “বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি” গঠন করা হয়েছে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যবৃন্দ হলেন: সভাপতি-ড. হুমায়ুন কবির, সহসভাপতি-ফরিদ আহমেদ, সহসভাপতি-সনৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক-মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক-সুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ সুহেল মাসুদ, সাংগঠনিক সম্পাদক-মোঃ মমিরুল হক মোল্লা, অর্থ সম্পাদক-সরকার মোঃ আহসান, আইন বিষয়ক সম্পাদক-মুক্তি প্রসাদ, দফতর সম্পাদক-মুনিরা সুলতানা মিলি, প্রচার, প্রকাশনা, তথ্য ও আইটি বিষয়ক সম্পাদক-মোঃ ইফতেখার কামাল শাওন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-কাজী আব্দুল বাসিত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অনুপ সেনগুপ্ত, ত্রাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক-তানভী হক, মহিলা ও সমাজ কল্যাণ সম্পাদক- নাহিদ কবির। নির্বাহী সদস্যবৃন্দ হলেন:-ড. এ.এম.এম. তোহা, আশীষ বড়ুয়া, মোঃ মোতাহার হোসাইন, মৃনাল কান্তি তালুকদার সরোজ, প্রফেসর মোঃ আতাউর রহমান ও হীরা রেহমান ।