Home জাতীয় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে ডেনমার্ক

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে ডেনমার্ক

অনলাইন ডেস্ক : বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার অংশ হিসেবে ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। বাংলাদেশ-ডেনমার্ক তৃতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠকে দেশটির পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

সোমবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত বাংলাদেশের দিকে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার জন্য ডেনমার্ক তার অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জলবায়ু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রশংসা করেছে এবং দ্বিপাক্ষিক সবুজ কৌশলগত অংশীদারিত্ব কাঠামোর অধীনে অব্যাহত সহযোগিতার উপর জোর দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ডেনমার্কের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে, বিশেষ করে সুশাসন, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র খাতে। উভয় পক্ষই জলসম্পদ ব্যবস্থাপনা, নীল অর্থনীতি এবং সবুজ প্রযুক্তির মতো ক্ষেত্রে সম্প্রসারিত সহযোগিতার সুযোগ অন্বেষণে সম্মত হয়েছে।

 

Exit mobile version