অনলাইন ডেস্ক : বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ও জাতীয় নির্বাচন ইস্যুতে ফের উস্কানিমূলক ও মিথ্যায় ভরা বক্তব্য দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন। খবর বিবিসি বাংলা।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি জানান, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি ভারত গভীরভাবে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেকোনো গণতান্ত্রিক প্রক্রিয়া, বিশেষ করে জাতীয় নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটাতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রণধীর জয়সওয়াল জানান, ভারত সবসময়ই চায় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হোক। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের সহিংসতা বা নিপীড়নের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ভারতের এই বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আলোচনার প্রেক্ষাপটে উস্কানিমূলক হিসেবে দেখা হচ্ছে।