অনলাইন ডেস্ক : গত সোমবার, ২১শে মার্চ থেকে অন্টারিও’র অধিকাংশ জায়গা থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে অন্টারিওতে সরকারীভাবে স্কুল ও চাইল্ড কেয়ার স্থাপনাসহ বিভিন্ন জায়গায় মাস্ক পরিধানের আইনগত বাধ্যকতা আর থাকবে না। তবে গণ পরিবহণ, লং টার্ম কেয়ার হোম, রিটায়ারমেন্ট হোম, স্বাস্থ্যকেন্দ্র, শেল্টার হোম এবং কারাগারের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।
মাস্ক না ব্যবহার করার এই সিদ্ধান্তটি মূলত আসে যখন প্রভিন্সের চীফ মেডিক্যাল অফিসার ডাঃ কিরেন মুর নিশ্চিতভাবে বলেন, বর্তমানে করোনার প্রতাপ একেবারেই কমে গেছে। তিনি জানান, ওমিক্রণের বিএ-২ ভ্যারিয়েন্টের সংক্রামণের হার কিছুটা বেশী হলেও এর ভয়াবহতা একেবারেই কম। এদিকে অন্টারিও’র সাইন্স এডভাইজরি টেবিল করোনার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করে, করোনা সংক্রমণের হার যদি বাড়ে এবং হাসপাতালগুলোর আইসিইউ’তে রুগীর সংখ্যা বাড়তে থাকে সেটা কোনভাবেই গত জানুয়ারির মত হবে না। তবে সংগঠনটি জানিয়েছে, অভ্যন্তরে যদি লোক সমাগম বেশী হয় এবং মানুষজন যদি একে অপরের যদি খুব কাছাকাছি অবস্থান করে সে ক্ষেত্রে মাস্ক পড়া উচিত। এটাতে একে অপরে নিজেদেরকে করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করবে। তবে বিভিন্ন মহল বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবস্থা তুলে দেবার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনেকের মতে, বাধ্যতামূলক মাস্ক পরিধান ব্যবস্থা তুলে দেওয়ায় অন্টারিও’র ফোর্ড সরকার প্রভিন্সের স্বাস্থ্য ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
এদিকে টরন্টোর ১১টি স্কুলের সংগঠন ‘অন্টারিও স্টুডেন্টস ফর কোভিড সেফটি’ ফোর্ড সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে উল্লেখ করেছে, সরকার প্রভিন্সের স্কুলগুলোর স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলছে। তারা দাবী জানায়, কোনভাবেই যেন স্কুল থেকে মাস্ক পরিধানের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা তুলে নেয়া না হয়। সেই সাথে তারা দাবী জানায়, ছাত্রছাত্রী এবং শিক্ষক ও কর্মচারীদের পিসিআর টেস্ট ব্যবস্থা যেন নিয়মিত করা হয় এবং নিয়মিতভাবে স্কুলের করোনা পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবগত করে। গত সোমবার স্ক্যারবোরোর আলবার্ট ক্যাম্বেল কলেজিয়েট স্কুলে তারা এর প্রতিবাদে জমায়েত হয়। সংগঠনটির দাবীর মুখে গত সপ্তাহে ডাঃ মুর স্কুলগুলোতে মাস্ক ব্যবস্থা চালু রাখার বিধানকে নাকচ করে দেন। তবে তিনি বলেন, যারা স্বাস্থ্যগতভাবে দূর্বল এবং যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশী আছে, তারা মাস্ক পরিধান করতে পারে।
দীর্ঘ দুই বছরের বেশী সময় পর আগামী ২৭শে এপ্রিল থেকে অন্টারিও’র গণ পরিবহণ, লং টার্ম কেয়ার হোম, রিটায়ারমেন্ট হোম, কারাগারসহ সব জায়গা থেকে বাধ্যাতামূলকভাবে মাস্ক পরিধানের নিয়মটি উঠে যাবে। সেই সাথে এ সংক্রান্ত আরোপিত সব আইনের বিলোপ হবে। এর মানে হচ্ছে, মাস্ক না পরার কারণে আর কাউকে জরিমানা গুনতে হবে না। তবে ইচ্ছে করলে যে কেউ যে কোন জায়গায় মাস্ক পরতে পারবে। সে ব্যাপারে প্রভিন্সের সরকারের কোন বাধ্য বাধকতা থাকবে না। সূত্র : সিটি নিউজ