Home আন্তর্জাতিক বাশার আল-আসাদের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিপাকে সেনাসদস্য

বাশার আল-আসাদের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিপাকে সেনাসদস্য

অনলাইন ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মেয়েকে অনলাইনে ভালোবাসার প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছে দেশটির এক সেনাসদস্য। তার পরিবারের দাবি, ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। সমপ্রতি একটি ভিডিও বার্তায় ইয়াজান সুলতানি নামের ওই সেনাসদস্য বাশার আল-আসাদের মেয়ে জেইন আসাদকে প্রেম নিবেদন করতে দেখা যায়। তিনি জেইনকে বিয়ে করতে চান বলেও জানান ওই বার্তায়।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এই ভিডিও পোস্ট করার পূর্বে ইয়াজানের পরিবার ও বন্ধুরা তাকে বেশ কয়েকবার নিষেধ করেছিল। ভিডিও পোস্টের পরেও কমেন্টে সবাই তাকে এটি মুছে দেয়ার আহ্বান জানাচ্ছিল। ভিডিওতে ইয়াজান ১৬ বছর বয়সী জেইনকে বলেন, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি।

তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। তুমি এখন থেকে শুধু আমার আর আমি তোমার।
এসময় তিনি সেনাবাহিনীর পোশাক পরা ছিলেন। তিনি বলেন, বাশার আল-আসাদের মেয়েকে বিয়ে করার জন্য যা যা করা দরকার তিনি করবেন। এরপরই গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার বোন জানিয়েছেন, সেদিনই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Exit mobile version