সুহেল ইবনে ইসহাক: গত শুক্রবার কনসারভেটিভ পার্টির টরন্টোর বিচেস-ইস্টইয়র্কের প্রার্থী লিসা রবিনসনকে দলের প্রার্থী থেকে সরিয়ে দিয়েছে তার দল। তার ইসলামোফোবিক সোশ্যাল মিডিয়া পোস্ট শুক্রবার পুনরায় প্রকাশিত হওয়ার পর দলের প্রার্থী থেকে তাকে সরিয়ে নেয়া হয়েছে।
পার্টির একজন মুখপাত্র শুক্রবার সন্ধ্যায় সিপি২৪ কে নিশ্চিত করেছে যে, লিসা রবিনসনকে টরন্টো বিচেস-ইস্টইয়র্কের রাইডিং-এর কনজারভেটিভ প্রার্থী থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পার্টির যোগাযোগ পরিচালক কোরি হ্যান এক বিবৃতিতে বলেন, “কানাডার কনজারভেটিভ পার্টিতে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই। আমাদের প্রত্যাশা, আমাদের প্রার্থীরা সবাই নিজেদেরকে একটি সম্মানজনক, সহনশীল পদ্ধতিতে পরিচালিত করেন। ফলস্বরূপ, আমরা এই ব্যক্তিকে প্রার্থী হিসেবে বাতিল করেছি।”
আগের দিন, বিচ-ইস্ট ইয়র্কের লিবারেল প্রার্থী নাথানিয়েল এরস্কাইন-স্মিথ রবিনসনের ইসলামোফোবিক টুইট এবং রিটুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। নাথানিয়েল এরস্কাইন-স্মিথ বলেন যে “এটা অগ্রহণযোগ্য যে কনজারভেটিভ পার্টি এই মতামত নিয়ে কাউকে ইসলামোফোবিক প্ল্যাটফর্ম তৈরী করে দিচ্ছে ।”
ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে রবিনসন একজন সিনিয়র রিয়েল এস্টেট বিশেষজ্ঞ।তার বর্তমান টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে, রবিনসন এরস্কাইন-স্মিথের পোস্টে জবাব দিয়েছেন। আর তাই নির্বাচনে জয়ের পথ অনেকটাই সুগম হলো এই রাইডিংয়ের জনপ্রিয় দু’বারের নির্বাচিত লিবারেল এম.পি.নাথানিয়েল স্মিথের ।
এ ব্যাপারে সদ্য অপসারিত কনসারভেটিভ প্রার্থী লিসা রবিনসন বলেন, “এই অ্যাকাউন্টটি ভুয়া এবং ২০১৮ সালে আমি এটি ডারহাম পুলিশকে জানিয়েছি। আমি এই সত্যগুলি নিশ্চিত করে একটি সত্যায়নে স্বাক্ষর করব,” বলে লিসা টুইট করেছেন। “এই মিথ্যা তথ্য শেয়ার করা মানহানিকর এবং অবিলম্বে অপসারণ করা উচিত।” নাথানিয়েল এরস্কাইন-স্মিথকে উদ্দেশ্য করে লিসা রবিনসন বলেন, “বিকল্প হিসেবে, আপনি শীঘ্রই একটি মানহানির নোটিশ পাবেন।”