অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলার মাদকপাচারকারীদের ওপর ফের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি জানিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র বিদেশি অপরাধী গোষ্ঠীগুলোকে ‘উড়িয়ে দেবে’, আর এর জন্য অন্যান্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও রয়েছে।
‘এখন তারা আমাদের এই লোকগুলোকে খুঁজে বের করতে সাহায্য করবে, আর যদি প্রয়োজন হয়, আমরা তাদের উড়িয়ে দেব,’-ইকুয়েডর সফরে এমন মন্তব্য করেন রুবিও।
তিনি আরও ঘোষণা দেন, ইকুয়েডরের সবচেয়ে বড় দুটি অপরাধী গ্যাং-লস লোবোস এবং লস চোনেরোসকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে।
এর আগের দিন ভেনিজুয়েলায় একটি নৌযানে মার্কিন হামলায় অন্তত ১১ জন নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও দাবি করেছেন, নৌযানে মাদক পাচারকারীরা ছিলেন। যদিও এর সত্যতা যাচাই করা যায়নি।
রুবিও এই বিমান হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর একটি পরিবর্তনশীল কৌশলের অংশ হিসেবে উপস্থাপন করেছেন।






