অনলাইন ডেস্ক : ইরানের গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চালানো বিশেষ অভিযানে বেশ কিছু বাড়ি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে তৈরি বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি করেছে।

ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের মতে দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলো। ইরানি গোয়েন্দাদের দাবি, যার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। জব্দকৃত সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি শক্তিশালী আইইডি বা বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। এগুলো বিভিন্ন প্রদেশের স্পর্শকাতর এলাকাগুলোতে লুকিয়ে রাখা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বিক্ষোভকারীদের উস্কানি ও দিকনির্দেশনা দেওয়ার জন্য বিদেশি কণ্ঠস্বরের বেশ কিছু অডিও রেকর্ড কর্তৃপক্ষের হাতে এসেছে। যার মাধ্যমে প্রমাণিত হয় সরাসরি বিদেশি হস্তক্ষেপ আছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ইরান সরাসরি অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের বিশেষ এজেন্ট পাঠিয়ে সুপরিকল্পিতভাবে গৃহযুদ্ধ বা সামরিক হস্তক্ষেপের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে চলমান এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, ইরানের সঙ্গে কোনো দেশ বাণিজ্য করলে তাদের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

সূত্র: সিয়াসাত.কম