Home খেলাধুলা বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা

বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা এ বছর ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে বেগম রোকেয়া পদক পেয়েছেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার হাতে পদক তুলে দেন।

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ঋতুপর্ণাসহ চার নারীকে দেওয়া হয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

আজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ নারী ফুটবল দল পরপর দুইবার-২০২২ ও ২০২৪ সালে-সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নতুন ইতিহাস রচনা করেছে। এশিয়ান কাপের মূল পর্বেও প্রথমবার জায়গা করে নেয় দলটি। এই সাফল্যের ধারায় রাঙামাটির মেয়ে ঋতুপর্ণার অবদান অসাধারণ। আগেই জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হয় একুশে পদক; এবার ব্যক্তিগত স্বীকৃতি হিসেবে রোকেয়া পদক পেলেন তিনি।

২০২১ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে ঋতুপর্ণা এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ১৩ গোল করেছেন। ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এ বছর মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান বাছাইয়ে দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেন তিনি।

তবে ঋতুপর্ণার সাফল্যের পথ ছিল কঠিনতর। তার মা ভূজোপতি চাকমা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। ২০১৫ সালে বাবা বরজ বাঁশি চাকমার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র ১১। ২০২২ সালের জুনে বিদ্যুৎস্পর্শে মর্মান্তিকভাবে মারা যান তার ভাই পার্বণ চাকমা। একের পর এক স্বজন হারানোর বেদনা নিয়েও মাঠে নিজের সেরাটা দিয়েছেন ঋতুপর্ণা-দর্শক মাতিয়েছেন, দেশের গর্ব বাড়িয়েছেন। তার এই আলো ছড়ানোর পথচলার স্বীকৃতিই বেগম রোকেয়া পদক।

Exit mobile version