Home কানাডা খবর ব্যাংক অব কানাডার গভর্নরের পক্ষে অবস্থান নিলেন ট্রুডো

ব্যাংক অব কানাডার গভর্নরের পক্ষে অবস্থান নিলেন ট্রুডো

অনলাইন ডেস্ক : কনজারভেটিভ পার্টির এমপি পিয়েরে পোইলিভরের কঠোর সমালোচনা সত্বেও কানাডার কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং ব্যাংক অব কানাডার গভর্নরের পক্ষে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বৃহস্পতিবার তিনি গভর্নর টিফ ম্যাকলেমের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের প্রশংসা করে তার পক্ষে দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করেন। এর আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের জন্য লড়াইয়ে অবতীর্ন হওয়া পোইলিভরে দেশের মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ভুল সিদ্ধান্ততে দায়ী করেন। তিনি বলেন, সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি। এজন্য গভর্নর টিফ ম্যাকলেমকে বরখাস্ত করা উচিত।

পার্টি প্রধানের পদের দৌড়ে এগিয়ে থাকা পোইলিভরে বলেন, তিনি এমন একজনকে গভর্নর হিসাবে দেখতে চান যিনি কেন্দ্রীয় ব্যাংকের ‘নিম্ন মুদ্রাস্ফীতির অবস্থা ফিরিয়ে আনতে’ পারবেন। এ বিষয়ে তার আরেকটি বিতর্কীত বক্তব্য হলো- তিনি কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান অবস্থাকে ‘আর্থিকভাবে নিরক্ষর’ বলে মন্তব্য করেছেন। এছাড়া ‘কানাডিয়ানদের তাদের অর্থের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে’, তিনি বিটকয়েনের পক্ষেও প্রচারণা চালিয়েছেন।

তার এসব বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ব্যাংক অব কানাডা আমাদের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি আন্তর্জাতিকভাবে আমাদের অর্থনীতিকে প্রতিনিধিত্ব করছে। কানাডিয়ান ডলারের খ্যাতি এই ব্যাংকের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই দিনদিন বাড়ছে। এসবই সম্ভব হয়েছে গভর্নর ম্যাকলেমের দূরদর্শী দৃষ্টিভঙ্গির কারণে। ট্রুডো বলেন, সবচেয়ে বড় সত্য হচ্ছে আমাদের একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে যা রাজনীতি থেকে স্বাধীন। প্রধানমন্ত্রী আরো বলেন, হাউস অব কমন্সে কানাডার দ্বিতীয় বৃহত্তম দলের নেতৃত্বের প্রার্থী কেন যে বিষয়টি বুঝতে চাইছেন না তা আমার বোধগম্য নয়। তিনি পোইলিভরের বক্তব্যকে ‘হৃদয়বিদারক’ ও ‘দায়িত্বপূর্ণ নেতৃত্বের অভাব’ বলে অভিহিত করে কনজারভেটিভ পার্টির সদস্যদেরকে তাদের সঠিক নেতা বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, কনজারভেটিভদের নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগীতা শেষ হবে আগামী ১০ সেপ্টেম্বর। যিনি পার্টির নেতৃত্বে আসবেন তিনি আগামী ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ট্রুডোর বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করবেন। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version