বিনোদন ডেস্ক : গতকাল ৩০ আগস্ট রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বলিউডের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ফিল্মফেয়ারের ৬৭তম আসর। এবারের আসরে সঞ্চালনা করেছেন রণবীর সিং ও অর্জুন কাপুর। আর পারফর্ম করেছন কিয়ারা আদভানি থেকে বরুণ ধাওয়ানের মতো এই সময়ের তারকারা।
জমকালো আয়োজনে ৬৭তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং আর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। ‘এইটি থ্রি’ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রণবীর। আর ‘মিমি’ সিনেমায় এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতি স্যানন। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরে বিজয়ীরা হলেন:
সেরা অভিনেতা: রণবীর সিং (এইটি থ্রি)
সেরা অভিনেত্রী: কৃতি স্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধাম)
সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)
সেরা সিনেমা: শেরশাহ
সেরা সিনেমা (সমালোচক): সর্দার উধাম
সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন (শেরশাহ)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): সাই তামহাঙ্কর (মিমি)
সেরা চিত্রনাট্য শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ: সর্দার উধাম
সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): ইহান ভাতফর (নাইনটি নাইন সং)
সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): শর্বরী ওয়াগ (বান্টি অউর বাবলি টু)
সেরা নবাগত পরিচালক: সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)
সেরা গায়ক: বি প্রাক, মান ভারিয়া (শেরশাহ)
সেরা গায়িকা: আসিস কৌর, ‘রাতা লামবিয়া’ (শেরশাহ)
সেরা মিউজিক অ্যালবাম: শেরশাহ
সেরা গীতিকার: কৌশর মুনির, ‘লেহরা দো’ (এইটি থ্রি)
সেরা চিত্রগ্রাহক: অভিক মুখোপাধ্যায় (সর্দার উধাম)
আজীবন সম্মাননা: সুভাষ ঘাই।