Home আন্তর্জাতিক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন ছয়জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) জম্মু-কাশ্মিরের দোদা বিভাগে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

বৃষ্টি ও ভূমিধসের কারণে বৈষ্ণ দেবী মন্দিরের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে বাড়ির ছাদ ধসে দুজন মারা গেছেন। আরও দুজনের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যায়। এছাড়া এক জায়গায় মেঘ বিস্ফোরণের তথ্যও জানা গেছে।

সাধারণ মানুষকে নদীর পাড় থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে বিভাগীয় প্রশাসন। এছাড়া এ মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে বলেছে তারা।

জাতীয় মহাসড়ক-২৪৪ এর একটি অংশ ধস এবং রাস্তায় পাথর পড়ায় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, জম্মুর অবস্থা বেশ খারাপ। কাছ থেকে পরিস্থিতি দেখতে শ্রীনগর থেকে পরবর্তী বিমানে করে জম্মুতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় তাওয়াই এবং রবি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো এখন বন্যায় প্লাবিত হয়ে আছে।

সূত্র: এনডিটিভি

Exit mobile version