“বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং ১৯৭২ সনের ১০ জানুয়ারি যে বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন সেই বাংলাদেশ এখন আর নেই। আদর্শিকভাবে আমরা সেখান থেকে অনেক দূরে সরে এসেছি। আমরা শাসনতান্ত্রিকভাবে বিচ্যুত হয়েছি। ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমপর্ণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দেয়নি এবং দখলদার পাকিস্তানিদেরকে আত্মসমর্পনে বাধ্য করেনি। বস্তুত মৌলবাদী রাজনীতির বিরুদ্ধেই ছিলো বঙ্গবন্ধুর সারাজীবনের সংগ্রাম”।
বঙ্গবন্ধুর সদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে ভিএজি,বি আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনায় বক্তাগণ এসব কথা বলেন। ভিএজি,বি আহ্বায়ক শাহ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে ১০ জানুয়ারি সন্ধ্যায় মন্ট্রিয়লে এই আলোচনায় অংশ নেন তাজুল মোহাম্মদ, অধ্যাপক ডঃ সৈয়দ সাখাওয়াত হোসেন, মেজর অবঃ দিদার আতাউর হোসেইন, উৎপল কান্তি ধর, ডঃ শোয়েব সাঈদ, ডঃ সৈয়দ জাহিদ হোসেন, ডঃ তরুণ চক্রবর্তী, এ এফ এম মাহমুদুল হাসান, নাসির উদ্দিন, শাহ আব্দুল বাতেন, গোলাম মুহিবুর রহমান, ইয়াহিয়া আহমেদ, অশোক তেওয়ারি, গোপেন দেব, শামীমা কালাম, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, লাইলী আক্তার স্বপ্না, বজলুর রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ভিএজি,বির সদস্য-সচিব হামোম প্রমোদ সিনহা। বিজ্ঞপ্তি।