Home আন্তর্জাতিক ভেনেজুয়েলার কাছে পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার কাছে পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে দেশটির কাছাকাছি পুয়ের্তো রিকোতে একটি পরিত্যক্ত ঘাঁটি সংস্কার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এই সংস্কার কাজ ধরা পড়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে মার্কিন নির্মাণ কার্যক্রম গত ২০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। হঠাৎ করে গত ১৭ সেপ্টেম্বর থেকে এই ঘাঁটিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, ঘাঁটির রানওয়েতে যাওয়ার পথ পরিষ্কার এবং পুনর্নির্মাণের কার্যক্রম চলছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো এবং সেন্ট ক্রোয়েক্স দ্বীপে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ করছে। দেশটির ভার্জিন দ্বীপপুঞ্জের মাঝে এটি একটি।

ভেনেজুয়েলা থেকে এসব এলাকার অবস্থান প্রায় ৮০০ কিলোমিটার দূরে। এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই আক্রমণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করা হয়েছে।

আগামী কয়েক দিন, এমনকি কয়েক ঘণ্টার মধ্যে হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের কারণে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত ‌মাদকের বিরুদ্ধে যুদ্ধর অজুহাতে দক্ষিণ আমেরিকার দেশটিকে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় মহাদেশীয় হুমকির মুখোমুখি করেছেন। শুধু তাই নয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী স্থল আক্রমণ করতে পারে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

Exit mobile version