Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকবে না, হুঁশিয়ারি দিলেন খামেনির উপদেষ্টা

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকবে না, হুঁশিয়ারি দিলেন খামেনির উপদেষ্টা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইরান ফের কড়া বার্তা দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে এই অঞ্চলে তাদের কোনো ঘাঁটি আর নিরাপদ থাকবে না।

রোববার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। বেলায়াতি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তার সহযোগী দেশগুলোকেও এর দায় নিতে হবে। ইরান সেসব দেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।

ইতোমধ্যে মার্কিন হামলার উৎসস্থল চিহ্নিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরোধের অংশ হিসেবে তারা ওই স্থানে জবাব দেবে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে রয়েছে—ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সিরিয়া।

এর আগেও, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ২০২০ সালে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। সেই হামলা ছিল মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ।

Exit mobile version