Home আন্তর্জাতিক মামদানির ওই মন্তব্য ‘বিপজ্জনক’ : ট্রাম্প

মামদানির ওই মন্তব্য ‘বিপজ্জনক’ : ট্রাম্প

অনলাইন ডেস্ক : নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বিজয়োত্তর বক্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকারকে বিপজ্জনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি মামদানিকে সহায়তা করতে প্রস্তুত, তবে সতর্ক করে বলেছেন, সফল হতে হলে তাকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে হবে।

ট্রাম্প বুধবার ট্রাম্প এই মন্তব্য করেন, যেদিন মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবে তার ঐতিহাসিক বিজয়ের পর ট্রানজিশন টিম ঘোষণা করেন।

মামদানির বিজয়োত্তর বক্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকারের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ওই মন্তব্যটি ‘বিপজ্জনক’।

ওয়াশিংটনের প্রতি তাকে কিছুটা সম্মান দেখাতে হবে, কারণ যদি তা না করে, তাহলে তার সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না।”
ফক্স নিউজের ব্রেট বায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ‘আমি চাই সে সফল হোক। আমি চাই শহরটি সফল হোক।’ এরপর দ্রুত স্পষ্ট করে বলেন, তিনি আসলে মামদানির নয়, বরং নিউইয়র্ক সিটির সফলতা চান।

এর আগে বুধবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তার প্রশাসন নতুন মেয়রকে ‘সহায়তা করবে’, যদিও একই বক্তব্যে তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে অভিহিত করেন।

ফ্লোরিডার মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘কমিউনিস্ট, মার্কসবাদী ও গ্লোবালিস্টরা তাদের সুযোগ পেয়েছিল, তারা শুধু বিপর্যয়ই ডেলিভার করেছে। এখন দেখা যাক নিউইয়র্কে একজন কমিউনিস্ট কেমন করে কাজ করে। আমরা তা দেখব।

আমরা তাকে সাহায্য করব, কিছুটা সাহায্য করব। আমরা চাই নিউইয়র্ক সফল হোক।’

নিউইয়র্কের মেয়র নির্বাচনের আগে ট্রাম্প একাধিকবার মামদানিকে ‘কমিউনিস্ট পাগল’ বলে আখ্যা দেন এবং হুঁশিয়ারি দেন যে, যদি মামদানি নির্বাচিত হন তবে তিনি শহরটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।

Exit mobile version