Home কানাডা খবর মার্চে বিদেশ ভ্রমণের চাহিদা বেড়েছে

মার্চে বিদেশ ভ্রমণের চাহিদা বেড়েছে

শাহনুর চৌধুরী : মার্চ মাসে কানাডিয়ানদের বিদেশ ভ্রমণের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ট্রাভেল এজেন্সিগুলোর হিসাব অনুযায়ী বিপুল সংখ্যক কানাডিয়ান মার্চ মাসে বিদেশে ভ্রমণের টিকেটের জন্য বুকিং দিয়েছেন। ফ্লাইট সেন্টার কানাডার মুখমাত্র এলিসন ওয়ালেস বলেছেন, ২০২১ সালের মার্চের তুলনায় ২০২২ সালের মার্চে তাদের এজেন্সিতে টিকেট বুকিং বৃদ্ধির হার প্রায় ৭০০% বেশি। তিনি বলেন, কানাডায় ফিরে আসার ক্ষেত্রে বিধি-নিষেধে কিছু কঠোরতা সত্বেও মানুষ আর গৃহবন্দী হয়ে থাকতে চাইছে না। তাই তারা এখন ব্যবসা-বানিজ্যের প্রয়োজনে হোক বা ভ্রমণের জন্য হোক বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। তিনি আরো বলেন, গত বছর এই সময়ে ভ্রমণের ক্ষেত্রে অনেক বিধি-নিষেধ ছিল, এছাড়া ভ্যাকসিনেশনের হারও ছিল কম। ফলে ইচ্ছা বা আগ্রহ থাকা সত্বেও অনেকে ভ্রমণ করতে পারেনি। এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, মানুষ ‘মুভমেন্ট’ও বেড়েছে। তিনি মানুষের এই ‘ভ্রমণ পিপাসা’কে স্বাগত জানিয়েছেন।

হোলা সান-ট্রাভেল এজেন্সির একজন কর্মকর্তা হুগো রোচা কানাডিয়ানদের ভ্রমণের আগ্রহ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছর যাত্রীর অভাবে তাদের অনেক ফ্লাইট বাতিল করতে হলেও এবার পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতোমধ্যে তাদের কাছে অনেকেই মার্চ মাসের টিকিটের জন্য আবেদন করেছেন। টিকিটের চাহিদা ক্রমেই বাড়ছে।

কানাডিয়ানদের বিদেশ ভ্রমণের এই আগ্রহের বিষয়টিকে স্বাগত জানালেও রোচা ভ্রমণের ক্ষেত্রে সরকারি কিছু নিয়মের সমালোচনা করেন। তিনি বলেন, যাত্রীদের পিসিআর টেস্টের বাধ্যবাধকতা এখনো চালু রাখা অযৌক্তিক। এই বিধি-নিষেধটি তুলে দিলে যাত্রী সংখ্যা আরো বাড়বে।

মেরিট ট্যাভেল এজেন্সির এজেন্ট হোলি ওসিঙ্গা বলেন, আমরা চাই ফেডারেল সরকার বিদেশ ফেরত যাত্রীদের পিসিআর নেগেটিভ সনদের নিয়মটি প্রত্যাহার করে নিক। এতে মানুষ নিশ্চিন্তে বিদেশ ভ্রমণে যেতে পারবে। এখন বিদেশে গেলেও ফেরার সময় ঝামেলার কথা চিন্তা করে অনেকে টিকিট কাটতে চাইছে না। এছাড়া পিসিআর টেস্টের জন্য বাড়তি খরচের বিষয়টিও অনেক পর্যটককে ভ্রমণে নিরুৎসাহিত করছে।

ট্রাভেল এজেন্সিগুলো ফুল ভ্যাকসিনেটেড যাত্রীদের জন্য পিসিআর টেস্টের বাধ্যবাধকতা তুলে নেয়ার দাবি জানিয়ে বলেছে, একমাত্র এই নিয়মটির জন্য অনেক কানাডিয়ান এখনো বিদেশে যেতে চাইছে না। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version