Home খেলাধুলা মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন স্ত্রী

মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন স্ত্রী

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জাতীয় দলের হয়ে হয়তো এটিই ছিল শেষ ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি। ৩৮ বছর বয়সী মেসি এই ম্যাচে খেললেন তার ১৯৪তম আন্তর্জাতিক ম্যাচ। এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তার গোল সংখ্যা দাঁড়াল ১১৪টি। বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে হাজির হয়েছিলেন ৮০ হাজারের বেশি দর্শক।

ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সংগীত চলাকালীন সময়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখের কোণে জল জমে ওঠে আর্জেন্টাইন কিংবদন্তির। গ্যালারিতেও অনেক সমর্থককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

এমন বিশেষ দিনে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও মেসিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন। দীর্ঘদিনের সঙ্গীর অসামান্য ফুটবলযাত্রার জন্য গর্ব ও ভালোবাসায় ভরপুর সেই বার্তায় তিনি লিখেছেন, তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ, আমরা তার সাক্ষী। আমরা কতটা সৌভাগ্যবান, তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে! আমরা তোমাকে ভালোবাসি মেসি।

ফুটবল বিশ্ব মনে করছে, জাতীয় দলের জার্সিতে এটি হয়তো মেসির বিদায়ী ম্যাচ। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা আসেনি। তবুও সমর্থকরা এই দিনটিকে স্মরণীয় বিদায়ের মুহূর্ত হিসেবেই মনে রাখবেন।

এদিকে, ম্যাচ শেষে মেসি নিজেও বলেন,এটা খুব আবেগের মুহূর্ত। আর্জেন্টিনার মানুষের সামনে এভাবে খেলা শেষ করতে পারাটা ছিল আমার স্বপ্ন।

Exit mobile version