Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলিতে নিহত ৬, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলিতে নিহত ৬, সন্দেহভাজন আটক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে অতর্কিত বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে ক্লে কাউন্টিতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, আলাবামা সীমান্তের কাছাকাছি ওয়েস্ট পয়েন্ট শহরে সহিংসতার ঘটনায় অনেক নিরীহ প্রাণ ঝরে গেছে। তিনি স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ-কে বলেন, তিনটি পৃথক স্থানে গোলাগুলির ঘটনায় মোট ছয়জন নিহত হন।

এ ঘটনায় মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স শেরিফ স্কট ও ক্লে কাউন্টি শেরিফ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

উত্তর-পূর্ব মিসিসিপিতে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার। সহিংস এই ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Exit mobile version