বাংলা কাগজ অনলাইন : কোভিড-১৯ সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বেকারত্ব ১৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র এপ্রিল মাসেই দেশটিতে চাকরি হারিয়েছেন প্রায় ২০ কোটি ৫ লক্ষ মানুষ। কোভিড-১৯ এর আঘাত দেশটির অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়ায় এত মানুষ বেকার হয়ে পড়েছেন। এ খবর দিয়েছে বিবিসি।

এই সংখ্যা বলে দেয় যে, যুক্তরাষ্ট্রের বর্তমান বেকারত্ব ১৯৩০ এর দশকের ‘গ্রেট ডিপ্রেশন’ এর পর সবথেকে ভয়াবহ অবস্থায় রয়েছে। মহামারি শুরু হওয়ার পর এক দশকের মধ্যে সবথেকে ধীর গতিতে আগাতে থাকে মার্কিন অর্থনীতি। দুই মাস পূর্বেই বেকারত্বের হার ছিল মাত্র ৩.৫ শতাংশ। এটিও গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে বর্তমানে এ হার বেড়ে হয়েছে ১৪.৭ শতাংশ।

অর্থনীতিবিদ এরিকা গ্রোশেন বলেন, ইতিহাসে এমন অবস্থা দেখা যায়নি। আমরা মহামারি থেকে বাঁচতে নিজেদের অর্থনীতিকে কোমায় পাঠিয়ে দিয়েছি। ফলে আধুনিক ইতিহাসের সবথেকে ভয়াবহ বছরটি দেখতে হচ্ছে।