অনলাইন ডেস্ক : কানাডার ভ্যাকসিন কার্যক্রম থেকে এক সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু হলে তিনি নিজেই ওই দায়িত্ব থেকে সরে দাঁড়ান বলে একটি সূত্র জানিয়েছে। দেশটির সামরিক বিভাগ ওই অভিযোগের তদন্ত করছে।
কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ শুক্রবার জানিয়েছে মেজর জেনারেল ড্যানি ফরটিন তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মিলিটারি পুলিশ তার বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত শুরু করেছে। ওই তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তিনি ভ্যাকসিন কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জাতীয় প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
তবে অন্য একটি সূত্রে জানা গেছে, পাবলিক হেলথ কানাডা মেজর জেনারেল ফরটিনের স্থলে ওই পদে ল্যাফটেনেন্ট জেনারেল ওয়েন আইয়ারকে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে। একটি সূত্র গেøাবাল এন্ড মেইলকে জানিয়েছে, সামরিক বাহিনীর তদন্তকারীরা মেজর জেনারেল ফরটিনের বিরুদ্ধে একটি যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু করেছে। ২০১৫ সালে একজন মহিলা তার বিরুদ্ধে ওই হয়রানির অভিযোগ করেন। অভিযোগকারিনী নিজের পরিচয় গোপন রাখতে চাওয়ায় এ বিষয়ে ইে সূত্র থেকে আর বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, কানাডার সশস্ত বাহিনীতে মেজর জেনারেল ফরটিন একজন প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০২০ সালের নভেম্বরে করোনা মহামারির ভ্যাকসিন কার্যক্রম তদারকির জন্য তাকে কানাডার পাবলিক হেলথ এজেন্সিতে দ্বায়িত্ব দেয়া হয়। এখন তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু হলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক ডেপুটি মিনিস্টার জুডি থমাস বলেছেন, বিশ্বাসযোগ্য সব অভিযোগেরই তদন্ত করা হবে, তা সেগুলো যত পুরাতনই হোক না কেন। তিনি আরো বলেন, সামরিক বাহিনী ও তার মন্ত্রণালয় সততার সাথে এসব অভিযোগের তদন্ত করবে। তিনি সব ধরণের যৌন হয়রানির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান। এবং এসব অভিযোগের পক্ষে কোন তথ্য-প্রমাণ থাকলে তা দাখিলের জন্য বলেন।
যৌন হয়রানি নিয়ে কানাডার সামরিক বাহিনীতে তোলপাড় শুরু হয় গত ফেব্রুয়ারিতে। সে সময় এসব অভিযোগে বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা চাকুরিচ্যুত হন। এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা বিভাগের প্রধান সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল আর্ট ম্যাকডোনাল্ড। তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ ওঠায় তিনি গত ফেব্রæয়ারিতেই স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য হন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত এখনো চলছে।
এছাড়া চলতি বছরের শুরুতে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগে বাধ্য হন ভাইস- অ্যাডমিরাল হেডেন এডমান্ডসন ও মেজর জেনারেল পিটার ডাডই। তাদের বিরুদ্ধে অধস্তন নারী কর্মকর্তারা যৌন হয়রানির অভিযোগ আনেন। এসব অভিযোগের তদন্ত এখনো চলছে।
সূত্র : দ্য কানাডিয়ান প্রেস