অনলাইন ডেস্ক : টরন্টোর রিয়েল এস্টেট মার্কেট অত্যাধিক ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে বেরিয়ে মাঝারী ঝুঁকিতে উন্নীত হয়েছে। কানাডার জাতীয় হাউজিং কর্পারেশন সিএমইচসি টরন্টো অঞ্চলের রিয়েল এস্টেট মার্কটেকে অত্যাধিক ঝুঁকিপূর্ণ ক্যাটাগরি ‘রেড জোন’ থেকে মাঝারী ঝুঁকির ‘ইয়েলো জোন’ এ স্থানান্তর করেছে। ২০১৫ সালের পর এই প্রথম টরন্টো অঞ্চলের রিয়েল এস্টেট মার্কেটের এই উন্নতি ঘটলো। তবে সিএমসিএইচ সতর্ক করে দিয়ে বলেছে, মূল্যবৃদ্ধির মাধ্যমে বাজার উত্তপ্ত হয়ে ওঠার ঝুঁকি এখনো কোনো কোনো ক্ষেত্রে রয়েছে। তবে ‘ওভার ভ্যালুয়েশনের’ ঝুঁকি কমেছে।
সিএমইচসি বৃহস্পতিবার প্রকাশিত তাদের চতুর্থ প্রান্তিকের বাড়ী বাজার মূল্যায়ন রিপোর্টে এই তথ্য উল্লেখ করেছে।
সংস্থাটির অন্টারিওর বাজার বিশ্লেষক ডানা সেনাগামা বলেছেন,সামগ্রিক ভাবে বাজারে ঝুঁকির পরিমান কমে এলেও কন্ডোমিনিয়ামসহ কিছু ধরনের বাড়ীর দাম বেড়ে বাজারকে উত্তপ্ত করে তোলার ঝুঁকি এখনো রয়েছে। নতুনদেশ ডটকম