Home আন্তর্জাতিক সন্তানের বিশাল ‘বাহিনী’ বানাতে যা করছেন ইলন মাস্ক

সন্তানের বিশাল ‘বাহিনী’ বানাতে যা করছেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : অনেক সন্তান জন্ম দিয়ে বিশাল ‘বাহিনী’ গড়তে চান ইলন মাস্ক। সে লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন এই ধনকুবের। এমনকি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহার করে সম্ভাব্য মায়েদের খুঁজছেন। পাশাপাশি এই প্রক্রিয়া দ্রুত করতে অন্য নারীর ‘গর্ভভাড়া’ (সারোগেট) ব্যবস্থার প্রস্তাব দিচ্ছেন।

মাস্কের এই উদ্যোগকে ‘হারেম নাটক’ বলে উল্লেখ করেছেন এক নারী। তিনি অভিযোগ করেছেন, মাস্ক অর্থনৈতিক সুবিধা ও কঠোর গোপনীয়তা চুক্তির মাধ্যমে তার সন্তানের জন্মদাতা মায়েদের দেখভাল করেন।

এর আগে ২৬ বছর বয়সী রক্ষণশীল ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার গত বছরের সেপ্টেম্বরে মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেন। অ্যাশলি বলেন, তিনি মাস্কের কাছ থেকে বহু বার্তা পেয়েছেন। সেখানে তিনি বড়সড় একটি পরিবার গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এক বার্তায় মাস্ক ইনফ্লুয়েন্সার অ্যাশলিকে প্রস্তাব দেন, ‘আমি আবারও তোমাকে গর্ভবতী করতে চাই।’ সারোগেশন ব্যবস্থার প্রস্তাব দিয়ে মহাবিপর্যয়ের আগেই বিপুলসংখ্যক সন্তান জন্ম দেয়ার লক্ষ্য পূরণ করতে চান বলে তাকে জানান মাস্ক।

টেসলার সিইও ইলন মাস্ক এখন পর্যন্ত চার পরিচিত নারীর মাধ্যমে অন্তত ১৪ সন্তানের জনক হয়েছেন। এসব নারী হলেন সেন্ট ক্লেয়ার, গায়িকা গ্রাইমস, নিউরালিংক নির্বাহী শিভন জিলিস ও সাবেক স্ত্রী জাস্টিন মাস্ক।

মাস্কের ঘনিষ্ঠ একটি সূত্রের বিশ্বাস, এই সংখ্যা আরও বেশি হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, মাস্ক জাপানি কর্মকর্তাদের অনুরোধে একজন উচ্চপর্যায়ের জাপানি নারীকেও শুক্রাণু সরবরাহ করেছিলেন।

মাস্কের চার সন্তানের মা শিভন জিলিস। তাকে মায়েদের মধ্যে ‘বিশেষ মর্যাদা’সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে। মাস্কের সঙ্গে উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলিস। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং বিশ্বনেতা ও প্রযুক্তি ব্যবসায়ীদের উপস্থিতিতে এক অভিষেকপূর্ব নৈশভোজে তাকে দেখা যায়।

সূত্র : এনডিটিভি

Exit mobile version