Home আন্তর্জাতিক সমুদ্রের নিচ দিয়ে ২৩১২ কিলোমিটার ক্যাবল লাইন টানল ভারত

সমুদ্রের নিচ দিয়ে ২৩১২ কিলোমিটার ক্যাবল লাইন টানল ভারত

অনলাইন ডেস্ক : সমুদ্রের নিচ দিয়ে চেন্নাই থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার পর্যন্ত ২ হাজার ৩১২ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইন টানল ভারত। এর ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এখন থেকে মিলবে দ্রুত গতির ইন্টারনেট, ঘুচবে টেলিকমের সমস্যাও।

আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, ‘করোনাভাইরাসের মতো মহামারিও এই প্রকল্পে বাধা সৃষ্টি করতে পারেনি। নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে কাজ। দুই বছর আগে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ।’

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের ফল্র পোর্ট ব্লেয়ারে ইন্টারনেট মিলবে প্রতি সেকেন্ডে ৪০০ জিবি করে। অন্যান্য দ্বীপগুলোতে সেকেন্ডে ২০০ জিবি করে ইন্টারনেট মিলবে। গোটা প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ১ হাজার ২২৪ কোটি টাকা।

সমুদ্রের নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল পাতার জন্য অর্থ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড। পুরো প্রকল্পে খরচ হয়েছে এক হাজার ২২৪ কোটি টাকা।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য এই দিনটি বড় দিন বলে অভিহিত করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘কোনো প্রকল্প যত বড় হয়, তাকে ততই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। দেরি সত্ত্বেও এই প্রকল্প যে শেষ হয়েছে, সেজন্য আমি খুশি। আন্দামান দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। সেখানকার মানুষ কঠিন পরিশ্রমী। সেখানে উন্নতমানের টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য।’

Exit mobile version