Home আন্তর্জাতিক সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের রায়ে ‘বিচারের নামে প্রহসন’ হয়েছে ’: জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের রায়ে ‘বিচারের নামে প্রহসন’ হয়েছে ’: জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

অনলাইন ডেস্ক : সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিচারের যে রায় দেওয়া হয়েছে তাকে ‘বিচারের নামে প্রহসন’ বলে অবিহিত করেছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।

সোমবার সৌদি আরবের একটি উচ্চ আদালত সাংবাদিক জামাল হত্যাকাণ্ডের যে চূড়ান্ত রায় ঘোষণা করে। এতে জড়িত থাকার ঘটনায় আটজনকে সাজা দিয়েছে সৌদি আরব।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, ঐ মামলার কৌঁসুলি জানিয়েছেন, খোশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে পাঁচজনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অপর তিন আসামিকে ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১৮ সালের অক্টোবরে খাশোগি নিহত হওয়ার পর এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন ক্যালামার্ড। তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং কি কারণে খাশোগির পরিবার তার হত্যাকারীদের ক্ষমা করে দিল তা স্পষ্ট নয়। পার্সটুডে।

Exit mobile version