অনলাইন ডেস্ক : কানাডার সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) জনাথন ভেনসের বিরুদ্ধে বিচার কাজে বাধা সৃষ্টির অভিযোগের শুনানী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। অন্টারিওর একটি আদালত গত শুক্রবার ওই আদেশ দেন।
দ্যা কানাডিয়ান ফোর্সেস ন্যাশনাল ইনভেস্টিগেশন সার্ভিস (সিএফএনআইএস) এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও জানা গেছে, একটি যৌন হয়রানীর মামলার তদন্তে যথাযথ সহযোগিতা না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২১ সালের ৪ ফেব্রæয়ারি তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়। গত শুক্রবার প্রথম দফা শুনানী শেষে আদালত আগামী ১৫ অক্টোবর পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন।
গত জুলাইয়ে প্রকাশিত আদালতের প্রতিবেদন থেকে জানা যায়, যৌন হয়রানীর অভিযোগকারী ওই মহিলাকে কয়েক দফা টেলিফোন করেছেন জেনারেল ভেনস। এ সময় তিনি ওই মহিলাকে মিথ্যা সাক্ষী দিতে প্রলুব্ধ করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আদালতের সমনও উপেক্ষা করেন ভেনস। পরে তার বিরুদ্ধে ওই মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়। জানা গেছে, চাকুরি থেকে অবসরের দুই সপ্তাহ পর তার বিরুদ্ধে ওই যৌন হয়রানীর অভিযোগ ওঠে। এর আগে তিনি ৫ বছর সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গত, কানাডার সেনাবাহিনীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায়ই যৌন হয়রানীর অভিযোগ পাওয়া যায়। জনাথনের পর দায়িত্ব নেয়া অ্যাডমিরাল আর্ট ম্যাক ডোনাল্ডের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে অবশ্য অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি তার দায়িত্ব ফিরে পান। সূত্র : সিবিসি






