অনলাইন ডেস্ক : এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের নারী কবি লুইস গ্লিক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেলে সুইডিশ একাডেমি এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করেছে।
সাহিত্যের এই নোবেল জয়ী পুরস্কারের অংশ হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পাবেন।
নোবেল কমিটি তাদের ঘোষণায় বলে, কবি লুইস গ্লিকের কণ্ঠস্বর আপোষহীন। তার লেখায় একই সাথে হাস্যরস এবং বুদ্ধিদীপ্ত সমৃদ্ধ। লুইস গ্লিকের কবিতায় পারিবারিক জীবন এবং বিশুদ্ধ বোধ পাওয়া যায়। খবর গার্ডিয়ানের
সুইডিশ একাডেমিতে যৌন নিপীড়নের ঘটনার পর ২০১৮ সালে সাহিত্যের নোবেল ঘোষণা স্থগিত রাখা হয়। সুইডিশ একাডেমির এক সদস্যের যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হওয়ার পর কমিটি থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন সদস্য।
নোবেল ফাউন্ডেশনের আস্থা ফিরে পেতে কমিটিতে ব্যাপক রদ-বদল আনার পর গত বছর সুইডিশ একাডেমি একসঙ্গে দুই বছরের (২০১৮ এবং ২০১৯ সালের) সাহিত্যের নোবেল জয়ীদের নাম ঘোষণা করে। ২০১৮ সালের সাহিত্যের নোবেলজয়ী হিসেবে পোল্যান্ডের ওলগা তুকারচুক এবং পরের বছরের বিজয়ী অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে-কে বেছে নেয় সুইডিশ একাডেমি।
আগামী শুক্রবার শান্তি এবং সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।