বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সবসমই ভিন্ন মাধুর্য নিয়ে উপস্থিত হন। ভক্তরাও অপেক্ষা করেন রাই সুন্দরীর সৌন্দর্যের চমক দেখার। ২০২৫ সালের কান উৎসবেও এর ব্যতিক্রম হলো না। অপেক্ষার অবসান ঘটিয়ে অনবদ্য লুকে হাজির হলেন ঐশ্বরিয়া। সিঁথিতে চওড়া লাল সিঁদুর ও সাদা বেনারসিতে অভিনেত্রীর সে লুক সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে রাই-সুন্দরী নজর কেড়েছেন একেবারে দেশি আঙ্গিকে।
অভিনেত্রীর ডিজাইনার শাড়িটি তৈরি করেছেন মণীশ মালহোত্রা।
তবে এদিন বচ্চন-বধূর যে জিনিসটা সবার নজর কেড়েছে তা হল সিঁথি ভরা সিঁদুর। যা পুরো সাজটাই বদলে দিয়েছিল।
ঐশ্বরিয়া শাড়ির সঙ্গে বেছে নিয়েছিলেন সাদা রঙেরই ফুল স্লিভ ব্লাউজ। একই সঙ্গে তিনি শাড়ির সঙ্গে ম্যাচিং ওড়নাতে আরও বেশি আকর্ষণীয় ছিলেন তিনি।
মেকআপও একেবারে সামান্য রেখেছিলেন অভিনেত্রী। ন্যুড মেকআপের সঙ্গে ব্রাউন লিপস্টিক লাগিয়েছিলেন।
আর তার গলায় থাকা হারটি ২৯০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি করা। ডিজাইনার মণীশ মলহোত্রা।
এই স্টেটমেন্ট পিসটির সঙ্গে ৩০ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি একটি নেকলেস ব্যবহার করা হয়েছিল, যাতে ছিল হিরা বসানো। সঙ্গে নজর কাড়ে রাই-সুন্দরীর রেনেসাঁ অফ রুবিস স্টেটমেন্ট আংটিটিও।
সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তেজিত তাকে দেখে। ‘কানের রানি’ তকমা দেওয়া হচ্ছে তাকে। একজন মন্তব্য করলেন, ‘উফফফ এই সিঁদুরটা! সবটা বদলে দিল।’ দ্বিতীয়জন লেখেন, ‘আসল রানি। কোনো তুলনা হয় না’।
তৃতীয়জনের মন্তব্য, ‘সাদা শাড়িতেও কীভাবে কাউকে এত সুন্দর লাগতে পারে। আমি ভাষা হারিয়েছি।’ চতুর্থজনের মন্তব্য, ‘আরেকটা জিনিস ফাইনাল, ডিভোর্সটা হচ্ছে না’।
২০২৩-২৪ সাল রীতিমতো উত্তাল ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের ডিভোর্স-জল্পনা ঘিরে। অবশ্য, মাঝে রাই সুন্দরীকেও দীর্ঘ সময় বর বা শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে দেখা যায়নি জনসমক্ষে। বিয়েবাড়ি হোক বা ঘুরতে যাওয়া, সবটাই করতেন মেয়েকে নিয়ে। যা রীতিমতো ডিভোর্স জল্পনায় আগুনে ঘি-এর কাজ করে।