অনলাইন ডেস্ক : কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আগামী সপ্তাহে ফ্রি ট্রেড কমিশন অব দ্য কানাডা ইউনাইটেড স্টেটস মেক্সিকো এগ্রিমেন্ট (সিইউএসএমএ) নিয়ে ভার্চুয়াল আলোচনায় বসবেন। আন্তর্জাতিক বানিজ্য বিষয়ক মন্ত্রী ম্যারি ন্যাগ জানিয়েছেন সোম ও মঙ্গলবার এই অনলাইন মিটিং অনুষ্ঠিত হবে এবং তিনি এতে অংশ নেবেন। এর আয়োজক হিসেবে থাকবে মার্কিন বানিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই। এতে মেক্রিকোর অর্থমন্ত্রী তাতিয়ানা ক্লোথিয়ারও অংশ নেবেন।
গত জুলাইয়ে যাত্রা শুরু করা এই কমিশন আসন্ন মিটিংয়ে তাদের গাইড লাইন নির্ধারণসহ আগামী দিনের কর্মকান্ড নিয়ে আলোচনা করবে। এছাড়া নিজেদের মধ্যে বানিজ্য নিয়ে প্রতিবন্ধকতা দূর করা ,বানিজ্য বিষয়ে অন্যান্য বিষয়েও আলোচনা হবে। আলোচনায় একটি বড় অংশ জুড়ে থাকতে পারে মার্কিন দুগ্ধজাত পন্যের বিষয়টি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি আলোচনার বিষয়বস্তু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কানাডার বাজারে মার্কিন এই পন্যটি এখন নিষিদ্ধ রয়েছে। এছাড়া নিজেদের মধ্যে পন্যের প্রবাহ বৃদ্ধি, শ্রমিক আদান-প্রদান এবং জনবায়ু পরিবর্তনজনিত প্রভাব নিয়েও মিটিংয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ম্যারি ন্যাগ। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস