Home কানাডা খবর সেপ্টেম্বর ১, ২ ও ৩ টরন্টোতে ফোবানার ৩৭তম কনভেনশন উপলক্ষে প্রেস কনফারেন্স

সেপ্টেম্বর ১, ২ ও ৩ টরন্টোতে ফোবানার ৩৭তম কনভেনশন উপলক্ষে প্রেস কনফারেন্স

অনলাইন ডেস্ক : ফোবানার ৩৭তম আসর বসবে সেপ্টেম্বর ১, ২ ও ৩ টরন্টোতে। এ উপলক্ষে হয়ে গেল প্রেস কনফারেন্স। স্থানীয় ও বাংলাদেশ থেকে আগত শিল্পীদের সমন্বয়ে সেপ্টেম্বর ২ ও ৩ তারিখ ড্যানফোর্থ এভিনিউ ও বার্চমাউন্ট এভিনিউের রাস্তা ব্লক করে চলবে এই মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার হাজার বাংলাদেশীদের উপস্থিতিতে এবারই প্রথম ফ্রী থাকবে অর্থাৎ প্রবেশ মূল্য থাকছে না। সবাই চলে আসুন দলে দলে।

Exit mobile version