অনলাইন ডেস্ক : মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে সৌদি আরবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা দুজনই সৌদির নাগরিক।

সৌদির বার্তাসংস্থা এসপিএ রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, আজই দুজনের দণ্ড কার্যকর হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ আরও জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল।

তবে কবে কোথায় হামলা তারা হামলা চালানোর চেষ্টা করেছিল সেটি নিশ্চিত নয়।

ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং, নিরাপদ আশ্রয়ে ৯ লাখ মানুষ
বিজ্ঞাপন

সৌদি আরবে কোনো রাজনৈতিক দল, সশস্ত্র দল তৈরি এবং সেগুলোতে যোগ দেওয়া নিষিদ্ধ। এছাড়া সরকারের বিরুদ্ধে কেউ কোনো ধরনের বিক্ষোভও করতে পারবে না।

কেউ এসবে জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়া এবং সেগুলো কার্যকর বেশি হয়ে থাকে।

সূত্র: রয়টার্স