বিনোদন ডেস্ক : বিশ্ব সংগীতের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো পপ তারকা টেইলর সুইফটের নামে। কিংবদন্তি শিল্পী স্টিভ ওয়ান্ডারের গড়া এক ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সেই ‘সংরাইটার্স হল অব ফেম’-এ জায়গা করে নিয়ে ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হতে যাচ্ছেন এই মার্কিন সুপারস্টার।
সংরাইটার্স হল অব ফেম কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১১ জুন নিউ ইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে টেইলর সুইফটকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হবে। তার সঙ্গে একই বছরে এই তালিকায় যুক্ত হচ্ছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং জনপ্রিয় রক ব্যান্ড কিস-এর সদস্য পল স্ট্যানলি ও জিন সিমন্স।
সিবিএস মর্নিংস অনুষ্ঠানে ঘোষণাটি দিতে গিয়ে সংস্কৃতি বিশ্লেষক অ্যান্থনি ম্যাসন বলেন, “এই শিল্পীরাই আমাদের জীবনের অনুভূতিগুলোর সুর বেঁধেছেন। তাদের গানেই আমরা হাসি, কাঁদি, ভালোবাসি।”
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংরাইটার্স হল অব ফেমে স্থান পেতে হলে একজন গীতিকারকে অন্তত ২০ বছরের সংগীতজীবন ও কালজয়ী সৃষ্টির প্রমাণ রাখতে হয়। টেইলর সুইফট এরই মধ্যে তার সংগীত ক্যারিয়ারে ১৪টি গ্র্যামি পুরস্কার জিতেছেন, যার মধ্যে চারবার অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ খেতাব।
বিলবোর্ডের তথ্যমতে, তার সাম্প্রতিক অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ আধুনিক সংগীত ইতিহাসে প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে। অন্যদিকে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ কপি বিক্রি হয়ে বিলবোর্ড চার্টের শীর্ষে অবস্থান করছে।
এছাড়া ২০২৫ সালের মে মাসে টেইলর সুইফট দীর্ঘ আইনি লড়াই শেষে নিজের প্রথম ছয়টি অ্যালবাম সহ সব মাস্টার রেকর্ডিংয়ের সম্পূর্ণ মালিকানা পুনরুদ্ধারের ঘোষণা দেন। এর আগে তার বহুল আলোচিত ‘ইরাস ট্যুর’ এবং সেই ট্যুর ঘিরে নির্মিত কনসার্ট ফিল্ম ও ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ ডিজনি প্লাসে ব্যাপক সাড়া ফেলেছিল।
বিশ্ব সংগীতাঙ্গনে টেইলর সুইফট যে এখন শুধুই একজন পপ তারকা নন, বরং সময়ের অন্যতম প্রভাবশালী গীতিকার—এই স্বীকৃতি যেন আরও একবার তা প্রমাণ করল।






