
হাসান আমিন: অন্টারিও এবং সমস্ত আটলান্টিক প্রভিন্সগুলো প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের প্রস্তাবিত স্বাস্থ্যসেবা তহবিলের বিষয়ে নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছে। চলতি মাসের শুরুতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে প্রভিন্সগুলোর প্রিমিয়ারদের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী ট্রুডো। গত ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেলে হ্যালিফ্যাক্সের ডালহৌসী বিশ্ববিদ্যালয়ের টাউন হলে ট্রুডো নিশ্চিত করেছেন, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নোভা স্কশিয়া, নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর ও নিউ ব্রান্সউইক নীতিগতভাবে অটোয়ার সাথে চুক্তিতে পৌঁছেছে।
প্রথম বৈঠকে প্রিমিয়াররা আগামী দশ বছরে প্রভিন্স এবং টেরিটোরিজ এর জন্য ফেডারেল সরকারের ৪৬ বিলিয়ন ডলারেরও বেশি নতুন স্বাস্থ্যসেবা অর্থের প্রস্তাব গ্রহণ করতে সম্মত হন। তহবিল বৃদ্ধির ফলে কানাডা হেলথ ট্রান্সফার (সিএইচটি) বার্ষিক পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ব্যবস্থার অন্যান্য নির্দিষ্ট ক্ষেত্রগুলোর প্রয়োজনও পূরণ করবে।
ফেডারেল সরকার বলেছে যে, নতুন অর্থের ২৫ বিলিয়ন চারটি অগ্রাধিকার যোগ্য ক্ষেত্রের উন্নতির লক্ষ্যে ব্যবহার করা হবে। সেগুলো হল : পারিবারিক স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যকর্মী এবং ব্যাকলগ, মানসিক স্বাস্থ্য এবং সম্পদের ব্যবহার ও একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা।
উল্লেখ্য, ফেডারেল এবং প্রভিন্সের সরকারগুলো প্রতিটি প্রভিন্সে সেই নির্দিষ্ট খাতগুলো টার্গেট করার জন্য পৃথক তহবিল চুক্তি চূড়ান্ত করতে দ্বিপাক্ষিক বৈঠক করেছে। প্রথম প্রভিন্স হিসেবে অন্টারিও গত বৃহস্পতিবার সকালে একটি চুক্তি ঘোষণা করেছে। অন্টারিও’র স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনস একটি টুইটে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘যেহেতু আমরা সংযুক্ত এবং সুবিধাজনক সেবার জন্য আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছি, তাই এই অতিরিক্ত তহবিল স্বাস্থ্য পরিচর্যায় অন্টারিওর বিনিয়োগকে শক্তিশালী করবে।’
ডালহৌসী বিশ্ববিদ্যালয়ের টাউন হলে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘ফেডারেল সরকার প্রভিন্সের স্বাস্থ্যসেবা ব্যবস্থাগুলোর প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে না, তবে এটি সেবার একটি মান নিশ্চিত করতে চায়। আমাদের কাজ হল কানাডিয়ানরা সারা দেশে সঠিক পরিষেবা, সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না তা নিশ্চিত করা। এবং এটি নিশ্চিত করার উপায় হল মূল ফলাফলের উপর নজর দেয়া’। ট্রুডো আরও বলেন, ‘আমরা প্রভিন্সগুলোর কাছে যা চাইছি তা হল তারা যে লক্ষ্যগুলো চায় তা যেন নির্ধারণ করে এবং সেই লক্ষ্যগুলোকে পূরণ করার জন্য সুষ্ঠু ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করে। স্বাস্থ্যসেবা সর্বজনীনভাবে করতে হবে। যাতে সবাই তাদের প্রয়োজনমত সেবা পেয়ে থাকে। সেই সাথে তারা যেন লক্ষ্য রাখে, তারা যেন আমাদের কাছে নয়, বরং তাদের জনগণের কাছে জবাবদিহি করতে পারে।’
ম্যানিটোবার প্রিমিয়ার হিদার স্টেফানসন হলেন ফেডারেশনের কাউন্সিলের বর্তমান প্রধান, যা প্রিমিয়ারদের প্রতিনিধিত্ব করে। তিনি গত সপ্তাহে সিবিসি নিউজ নেটওয়ার্কের পাওয়ার অ্যান্ড পলিটিক্সকে বলেছিলেন, ফেডারেল সরকারের প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্তে প্রিমিয়াররা এক ছিলেন। তিনি সতর্ক করেছিলেন যে অর্থের প্রবাহ দীর্ঘমেয়াদী সমাধান নয়।
তিনি হোস্ট ডেভিড কোচরানকে বলেছিলেন, ‘আমরা আপাতত এটি গ্রহণ করেছি। কিন্তু আমরা স্বীকার করি যে, এটি আমাদের দেশের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা তহবিলের দীর্ঘমেয়াদী সমাধান নয়।’
প্রভিন্সগুলোর জন্য এই নতুন তহবিল ছাড়াও ফেডারেল সরকার আদিবাসী স্বাস্থ্যেসেবার জন্য আরও অর্থের প্রতিশ্রুতি দিয়েছে। আগামী দশ বছরে আদিবাসীদের জন্য অতিরিক্ত ২ বিলিয়ন ডলারের নির্দিষ্ট তহবিল বরাদ্ধের পরিকল্পনা রয়েছে ট্রুডো সরকারের। এবং আদিবাসীদের স্বাস্থ্যসেবার বিষয়টিকে অনন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। ন্যায্য ও ন্যায়সঙ্গত অধিকারের প্রশ্নে মানসম্মত এবং সাংস্কৃতিকভাবে নিরাপদ স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে আদিবাসীদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
কানাডায় স্বাস্থ্যসেবা অন্যান্য দেশের তুলনায় অত্যান্ত ভালো মানের, এমনটা সব সময়ই জানা যায়। কিন্তু, অন্যান্য অনেক দেশের মতো কোভিড-১৯ মহামারীর পর থেকে এর স্বাস্থ্যখাত ক্রমবর্ধমান চাপ মোকাবেলা করে আসছে। সেবা পেতে ও সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, কানাডা তার জিডিপির ১০ ভাগ স্বাস্থ্যসেবা খাতে ব্যয় করে, যা প্রায় ব্রিটেনের কাছাকাছি। অন্য দিকে যুক্তরাষ্ট্র তার স্বাস্থ্যসেবা খাতে জিডিপির ১৬ ভাগ ব্যয় করে, যেখানে হাসপাতালের পদ্ধতি এবং প্রেসক্রিপশন ওষুধের খরচ বেশি। তবে কানাডার স্বাস্থ্যসেবা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো হলেও ব্রিটেন এবং ইউরোপের কয়েকটি দেশের তুলনায় কম মান সম্পন্ন।
সূত্র : সিবিসি নিউজ