অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুুুখোমুখি করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ওসমান হাদির শৈশবের স্মৃতিবিজড়িত ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটের নাম তার নামে রাখার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জন্মস্থানের মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই লঞ্চঘাটের নামফলকে ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’ লেখা হয়েছে।
নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, শহীদ ওসমান হাদির জন্মস্থান নলছিটি। তার শৈশব, বেড়ে ওঠা ও জীবনসংগ্রামের সঙ্গে এই লঞ্চঘাট এলাকার নিবিড় সম্পর্ক রয়েছে। সে কারণে নলছিটি লঞ্চ টার্মিনালের নাম পরিবর্তন করে তার নামে নামকরণ করা হয়েছে।
তিনি বলেন, বিপ্লবীদের কখনও মৃত্যু হয় না। হাদি এখন শুধু বাংলাদেশের সন্তান নন, হাদির নাম দেশের বাইরে চলে গেছে। এ নাম যুগে যুগে অক্ষুণ্ন থাকবে।
এম সাখাওয়াত হোসেন বলেন, হাদি দেশে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাজনীতি চেয়েছিলেন, সেজন্য তাকে জীবন দিতে হয়েছে। হাদিসহ জুলাই আন্দোলনের সব শহীদের হত্যার বিচার না হলে তাদের আত্মা আমাদের মাফ করবে না।
হাদির খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীরা দেশের বাইরে আছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। সরকার খুনিদের আটকের ব্যাপারে খুবই সিরিয়াস, দ্রুতই খুনি ও হত্যার পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা হবে।
