Home আন্তর্জাতিক হামলার আগেই পাকিস্তানকে জানায় ভারত, বিমান ধ্বংস নিয়ে সরকারকে কটাক্ষ

হামলার আগেই পাকিস্তানকে জানায় ভারত, বিমান ধ্বংস নিয়ে সরকারকে কটাক্ষ

অনলাইন ডেস্ক : ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালানোর আগে পাকিস্তানকে অবহিত করে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এমন মন্তব্যে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি জানতে চেয়েছেন অভিযানে কয়টি বিমান ধ্বংস হয়েছে ভারতের।

শনিবার (১৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি পাকিস্তানকে ‘অপারেশন সিঁদুর’ পদক্ষেপের কথা আগাম জানিয়েছিল বলে প্রকাশ্যে স্বীকার করার জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী।

এক্সে কংগ্রেসের এই নেতা লিখেছেন, ‘হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। কে এটির অনুমোদন দিয়েছেন। এর কারণে আমাদের বিমানবাহিনী কতগুলো বিমান হারিয়েছে?’

তিনি জয়শঙ্করের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, ভারত পাকিস্তানকে তাদের মাটিতে সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে পদক্ষেপের কথা আগে জানিয়েছে। ভিডিওতে, এস জয়শঙ্করকে বলতে শোনা যাচ্ছে, ভারত সরকার পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়েছে যে হামলা সেনাবাহিনীর ওপর নয়, কেবল সন্ত্রাসী অবকাঠামোর ওপর পরিচালিত হবে।

তবে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জয়শঙ্করের দাবিকে অস্বীকার করেছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, মন্ত্রী এমন কোনও বিবৃতি দেননি। তার বক্তব্য ভুলভাবে ব্যাখা করা হচ্ছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জয়শঙ্করের বক্তব্য প্রত্যাখ্যান করেনি।

Exit mobile version