Home আন্তর্জাতিক হাসপাতালের পিপিই চুরি করে করোনায় আক্রান্ত ফল বিক্রেতা

হাসপাতালের পিপিই চুরি করে করোনায় আক্রান্ত ফল বিক্রেতা

অনলাইন ডেস্ক : রেইনকোট ভেবে হাসপাতাল থেকে সুরক্ষা পোশাক (পিপিই) চুরি করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ফল বিক্রেতা। এ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, নাগপুরের ওই ফল বিক্রেতা গত বুধবার মদ্যপ অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন। এরপর ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চোট গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু বাড়ি ফেরার সময় হাসপাতালে পরে থাকা একটি পিপিই চুরি করে আনেন ওই ব্যক্তি। এরপরই স্বাস্থ্য দপ্তরের লোকজন ওই ফল বিক্রেতার সঙ্গে যোগাযোগ করলে রেইনকোট মনে করে পিপিই চুরি করেছেন বলে জানান তিনি। পরে ওই পিপিই উদ্ধার করে জ্বালিয়ে দেওয়া হয়।

এদিকে, এ ঘটনার পর ফল বিক্রেতার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে ওই ফল বিক্রেতার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও করোনা টেস্ট করানো হয়। কিন্তু কেউ আক্রান্ত হননি।

Exit mobile version