অনলাইন ডেস্ক : দুই দিন ধরে অপারেশন চালিয়ে শেষ পর্যন্ত সিকিম থেকে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র পাপ্পিকে গ্রেপ্তার করেছে ভারতের ইনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। তার বিরুদ্ধে তদন্তে অবৈধ জুয়ার নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দুবাই থেকে পরিচালিত আন্তর্জাতিক ক্যাসিনো ও গেইমিং অপারেশনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তার। খবর এনডিটিভি

গত দুই দিন ধরে তাকে ধরার জন্য একাধিক রাজ্যে অভিযান চালিয়েছে ইডি। যার মধ্যে রয়েছে- সিকিম, কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র ও গোয়া। এ অভিযানে তারা গোয়ায় পাঁচটি ক্যাসিনোর সন্ধান পেয়েছে। যার সঙ্গে পাপ্পির সংশ্লিষ্টতা রয়েছে।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, কংগ্রেস বিধায়ক একাধিক জুয়ার ওয়েবসাইট পরিচালনা করছিলেন। যার মধ্যে রয়েছে- ‘কিং ৫৬৭ এবং রাজা ৫৬৭। এছাড়া তার ভাই কেসি থিপ্পেস্বামী দুবাই-ভিত্তিক তিনটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন, যা কল সেন্টার পরিষেবা ও গেমিং কার্যক্রমের সঙ্গে যুক্ত।

তদন্তকারীরা এমজিএম, বেলাজিও, মেট্রোপলিটন, মেরিনা ও ক্যাসিনো জুয়েলসহ একাধিক আন্তর্জাতিক ক্যাসিনোর সদস্যপদ কার্ড উদ্ধার করেছেন। এছাড়াও তাজ, হায়াত ও দ্য লীলা হোটেলের বিলাসবহুল সদস্যপদ এবং বেশ কিছু উচ্চমূল্যের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে।

অভিযান চালিয়ে কর্মকর্তা ১২ কোটি রুপি নগদ এবং ১ কোটি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। এছাড়া ৬ কোটি রুপির স্বর্ণ এবং ১০ কেজি রুপা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তিনটি বিলাসবহুল গাড়িও।

এ ঘটনায় ৫০ বছর বয়সী এই কংগ্রেস বিধায়ককে একটি ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়, যেখানে তাকে বেঙ্গালুরু আদালতে হাজির করার জন্য ট্রানজিট রিমান্ড দেওয়া হয়েছে