টরন্টো: টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থ/ভিক্টোরিয়া পার্ক (বাংলা পাড়া) এলাকায় নতুন মিডিয়া প্রতিষ্ঠান canbanngla.tv র দপ্তরে যথারীতি পূর্ব ঘোষিত সময়ে বইমেলার আহ্বায়ক এস সাদী আহমেদ ও canbanngla.tv র পরিচালকবুন্দ সকাশে বরেণ্য কবি আসাদ চোধুরী ঘোষণা দেন ১৪তম টরন্টো বাংলা বইমেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে হ্রাসকৃত মূল্যে বাংলাদেশ আর ভারতের পচিমবঙ্গ থেকে এবছরে প্রকাশিত নতুন বইয়ের বিক্রি শুরুর। সবাইকে জানানো দরকার যে কোভিড এর দ্বিতীয় দফায় সংক্রমণের দৌরাত্ম উদ্ভুত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে শুরু হওয়া অনুষ্ঠান প্রচারিত হয়েছে শুধু facebook/অন্যমেলা-anyamela য়।

যথারীতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহব্বায়ক এস আহমেদ সাদী! বইমেলা উপলক্ষে ৫০% হ্রাসকৃত মূল্যে ১০ দিনের অনলাইন বইবিক্রি শুরুর ঘোষণা দেন বাংলাদেশের বরেণ্য কবি আসাদ চোধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যানবাংলা টিভির পরিচালকবৃন্দ । হ্রাসকৃত মূল্যে এই বইবিক্রি মুক্তধারা – নিউ ইয়র্ক বইমেলার সৌজন্যে। বই কেনার লিংক www.nyboimela.org বা www.nyboimela.com এ।

আগামীকাল ২১শে নভেম্বর থেকে শুরু হবার কথা ছিলো ২ দিনের ভার্চুয়াল বইমেলার লাগাতার অনুষ্ঠান মালা। কিন্তু সেটিও কোভিড এর দ্বিতীয় দফায় সংক্রমণের দৌরাত্ম উদ্ভুত পরিস্থিতির কারণে এই অনুষ্ঠানমালা এখন প্রচারিত হবে ২৬শে নভেম্বর, বৃহস্পতিবার ও ২৭শে নভেম্বর, শুক্রবার canbanla.tv থেকে। সেইসাথে অন্যমেলার facebook পেজেও এই অনুষ্ঠান upload করা থাকবে বলে জানিয়েছেন এবারের বইমেলার প্রধান সমন্বয়কারী সেলিম এইচ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি