Home কানাডা খবর ১৭তম টরন্টো বাংলা বইমেলার সফল সমাপ্তি

১৭তম টরন্টো বাংলা বইমেলার সফল সমাপ্তি

বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রফেসর এ এক এম সাইদুল হক চৌধুরী

জসিম মল্লিক : ১৭তম টরন্টো বাংলা বইমেলার সফল সমাপ্তি ঘটেছে। গত ২২ ও ২৩শে জুলাই অন্যমেলা আয়োজিত বইমেলায় বাংলাদেশের সর্বাধিক সংখ্যক লেখক ও প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। এবারের মেলার শ্লোগান ছিল ‘বই এর বিকল্প বই’।

গত ২২শে জুলাই, শনিবার শহীদ মিনার থেকে শোভাযাত্রার মাধ্যমে মেলার সূচনা ঘটে। এরপর ৯ ডজ রোডে মেলার মূল ভেন্যুতে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর এ এক এম সাইদুল হক চৌধুরী। শনি ও রবি দুই দিনই প্রচুর সংখ্যক বইপ্রেমি মানুষের আগমণ ঘটে। এ বছর বইও বিক্রী হয়েছে আশানুরূপ।
প্রথমদিন দুপরের অতিথি পর্বে বাংলাদেশ হাইকমিশনের কনসাল জেনারেল মোহাম্দ লুৎফর রহমান, এমপিপি ডলি বেগম, টরন্টো বইমেলার আহবায়ক সাদী আহমেদ, হাসান মাহমুদ প্রমুখ অংশ নেন এবং তারা তাদের বক্তব্যে বইমেলার সাফল্য কামনা করেন। দুইদিনব্যাপী মেলায় সাহিত্য আলোচনা, সাহিত্য বিষয়ক সেমিনার, লেখক পাঠক মুখোমুখি, প্রকাশক পরিচিতি ছাড়াও উত্তর আমিরকা কবিতা উৎসব, বিশেষ আবৃত্তি, বিশেষ সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, একক আবৃত্তি, গীতিনাট্য চন্ডালিকা, কন্ঠচিত্রন, দিদিমনির আসর সহ অনেক অনুষ্ঠান ছিল। আহবায়কের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

Exit mobile version