Home কানাডা খবর ৪ সেপ্টেম্বর ডেনটোনিয়া পার্কে বাংলা মেলা : উৎসববের আমেজ, গান গাইবেন মাহমুদুজ্জামান...

৪ সেপ্টেম্বর ডেনটোনিয়া পার্কে বাংলা মেলা : উৎসববের আমেজ, গান গাইবেন মাহমুদুজ্জামান বাবু, সায়েরা রেজা

দীন ইসলাম: পাক্কা দুই বছর। মরিচা পড়েছে বাঙ্গালি কমিউনিটির আনন্দে। সেই মরিচা সরাতে এসেছে সম্মিলিত বাংলা মেলা-২০২২। এরই মধ্যে মেলাকে ঘীরে বাঙ্গালি কমিউনিটিতে তুমুল আলোচনা শুরু হয়েছে। সর্বশেষ দুই বছর করোনার কারনে বাংলার মেলা অনুষ্ঠিত হয়নি। বাংলা মেলা আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর উৎসবস্থলে পরিণত হবে ডেনফোর্থ এলাকা। ডেনটোনিয়া পার্কের আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হবে। আগের তিনটি মেলার মতো চতুর্থ সম্মিলিত বাংলার মেলাও সফলতার মুখ দেখবে। সম্মিলিত বাংলা মেলা-২০২২ এর জন্য বাঙ্গালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি শক্তি দেবকে কনভেনার, এ কে আজাদকে মেম্বার সেক্রেটারি এবং মোহাম্মদ আলী শাওনকে চেয়ারপারসন করে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে মঈন চৌধুরী এবং চীফ কনসালট্যান্ট মিলাদ চৌধুরী।

সম্মিলিত বাংলা মেলার কনভেনার শক্তি দেব জানান, মেলাকে ঘীরে উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে। দিন যত যাচ্ছে মেলা নিয়ে আগ্রহ ততই বাড়ছে। সম্মিলিত বাংলা মেলা অন্যান্য বছরের মতো এ বছরও সফলতার মুখ দেখবে এ বিশ্বাস আমাদের রয়েছে। ডেনটোনিয়া পার্ক জনসমুদ্র হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।

সম্মিলিত বাংলা মেলা আয়োজন সূত্রে জানা গেছে, মেলায় খাবার, জামাকাপড়, জুয়েলারিসহ বিভিন্ন পণ্যের অর্ধ শতাধিক স্টল থাকবে। এরই মধ্যে স্টল নেওয়ার জন্য প্রতিষ্ঠিতি ও অ্যামেচার ব্যবসায়িরা হুমড়ি খেয়ে পড়েছেন। সবাই নিজেদের পছন্দমতো স্টল বুকিং করছেন। খাবারের স্টলসহ সব স্টলেই বৈচিত্র্য থাকবে।

মেলা কমিটি’র মেম্বার সেক্রেটারি একে আজাদ জানান, আমরা বাঙ্গালিরা আনন্দ ফুর্তি করতে ভালবাসি। সম্মিলিত বাংলা মেলা হবে এবারের সামারের সর্বশেষ আকর্ষণ। স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুতেই বৈচিত্র্য থাকবে। আশা করছি বাঙ্গালিরা আমাদের এবারের মেলাটি প্রাণভরে উপভোগ করবেন। মেলার পোস্টারে দেখা যায়, এবারের সম্মিলিত বাংলা মেলায় গান গাইবেন ‘আমি বাংলার গান গাই’ খ্যাত শিল্পী মাহমুদুজ্জামান বাবু। সায়েরা রেজা গানে মাতোয়াড়া হবেন আবাল বৃদ্ধ বনিতাসহ সবাই। ফোক গানে এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এ শিল্পী।

আয়োজকরা জানান, এবারের মেলার টাইটেল স্পন্সর ব্যারিস্টার আরিফ হোসেন, ব্যারিস্টার ওমর জাহিদ এবং শামসুল রেজা। প্ল্যাটিনাম স্পন্সর- আনিস রহমান মর্টগেজ, রেজোয়ান রহমান এবং আজমল এন্ড জিলানী রিয়েল এষ্টেট। গোল্ড স্পন্সর- হাসিব রিয়েল এষ্টেট, রিয়েলটর গৌতম পাল, ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ, মোহাম্মদ আলী শাওন, দেবব্রত দে তমাল, সাব্বির চৌধুরী লিটন, শামসুজ্জামান মানিক, তপন মাহমুদ, সারওয়ার আহমেদ, রাসেল সিদ্দিকী, বিটু হক, অটল রিয়েল এষ্টেট, পারভেজ মুহিত মানিক, মনজুর চৌধুরী, দীন ইসলাম মর্টগেজ, এজাজ চৌধুরী, মেহেদী মারুফ, ইলিয়াস খান, রাহুল সোম, মনসুর আহমেদ, আব্দুস সালাম এবং সুশীতল চৌধুরী। সম্মিলিত বাংলা মেলার মিডিয়া পার্টনার সাপ্তাহিক ভোরের আলো, আজকাল নিউজ এবং প্রবাসী টিভি।

Exit mobile version