অনলাইন ডেস্ক : যাত্রীদের ভাড়া থেকে ৭ ডলার চুরি করায় জাপানের এক বাসচালককে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে তাকে ৮৪ হাজার ডলার জরিমানা গুণতে হয়েছে।
জানা গেছে, ওই গাড়িচালক ২৯ বছর ধরে একটি কোম্পানির যাত্রীবাহী বাস চালাতেন। ২০২২ সালে ১ হাজার ইয়েন (৭ ডলার) চুরি করার সময় বাসের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। এরপর ওই চালককে বরখাস্ত করা হয়।
অবসরকালীন ১ কোটি ২০ লাখ ইয়েনেরও বেশি (৮৪ হাজার ডলার) অর্থ হারানোর পর চালক শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেও হেরে যান। তার পক্ষে উল্টো রায় দেওয়া হয়। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, শাস্তি আরও বেশি হওয়া উচিত ছিল।
পরে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাপানের সুপ্রিম কোর্ট শহর কর্তৃপক্ষের পক্ষে চূড়ান্ত রায় দিয়ে মূল জরিমানা পুনর্বহাল করে।
রায়ে বলা হয়েছে, ওই ব্যক্তির আচরণ বাস ব্যবস্থা এবং বাস পরিষেবার সুষ্ঠু পরিচালনার প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করতে পারে।
রায় অনুসারে, ঘটনার সময় পাঁচ জন যাত্রীর একটি দল বাসে উঠে চালককে ১,১৫০ ইয়েন দেয়। কিন্তু চালক ৫ জনকে ১৫০ ইয়েন মূল্যের কয়েন ভাড়া সংগ্রহের বাক্সে ফেলতে নির্দেশ দিয়ে অবশিষ্ট ১ হাজার ইয়েনের বিল হাতে নেন।
ক্যামেরায় ধরা পড়া সত্ত্বেও তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকের সময় এটি অস্বীকার করার চেষ্টা করেন। রায় অনুযায়ী, বিভিন্ন ঘটনার জন্য এই চালককে তার কর্মজীবনে বেশ কয়েক দফা তিরস্কার করা হয়েছিল। এর মধ্যে ছিল ডিউটিতে থাকাকালীন বারবার ইলেকট্রনিক সিগারেট খাওয়া।